নিউজ পোল ব্যুরো: মাদক পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবক বিহারের বাসিন্দা। সূত্রের খবর, বিহার থেকে শিলিগুড়িতে (Siliguri) মাদক নিয়ে যাচ্ছিল ওই যুবক। শনিবার রাতে শিলিগুড়ি পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে মাদক সহ ওই যুবককে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।
আরও পড়ুন: Siliguri: জমি মাফিয়াদের দাদাগিরি, রাস্তায় নেমে বিক্ষোভ বিজেপির
পুলিশ সূত্রের খবর, গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে এক যুবক বিহার থেকে মাদক নিয়ে বাসে করে শিলিগুড়ির (Siliguri) পিসি মিত্তাল বাস টার্মিনাসে আসে। এরপর মাদক পাচারের উদ্দেশ্যে বাস টার্মিনালে ঘোরাফেরা করছে। খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। এই অভিযানে ছিলেন ভক্তিনগর থানার আইসিও। অভিযানেই মিলে যায় সাফল্য। যুবককে আটক করে জিজ্ঞাসবাদে মাদক পাচারের উদ্দেশ্যে বিহার থেকে শিলিগুড়ি আসার কথা স্বীকার করে নেয় যুবক। এরপর গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের নাম সুবোধ কুমার দাস। ধৃতের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয়েছে আড়াইশো গ্রাম ব্রাউন সুগার। এই মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ধৃত যুবক কাদের মাদক বিক্রি করতে এসেছিল, কোথা থেকে মাদক পেলো। এই মাদক পাচার চক্রে আর কে বা কারা আছে সমস্ত কিছুর তদন্ত শুরু করেছে ভক্তি নগর থানার পুলিশ। পুলিশের তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিহারের বাসিন্দা সুবোধ কুমার দাস দীর্ঘদিন ধরে মাদক চক্রের সঙ্গে যুক্ত। শিলিগুড়িতে (Siliguri) কাদের মাদক পাচার করতে এসেছিলো সেটা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাববাদ করে মাদক চক্রের সাথে জড়িতদের খোঁজ চালাবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ (Siliguri Metropolitan Police)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহর এবং পার্শ্ববর্তী এলাকায় মাদক পাচার রুখতে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে। এই চক্রের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। পুলিশের এই পদক্ষেপে শিলিগুড়িবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ সম্প্রতি শহরে মাদকের রমরমা বেড়ে গিয়েছিল। শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলে মাদক পাচার চক্রের মূল পান্ডাদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।