South Kolkata: চারু মার্কেটে যুবকের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

অপরাধ কলকাতা জেলা

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ কলকাতার (South Kolkata) চারু মার্কেটে যুবকের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য) চারু মার্কেট এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম অবিনাশ বাউড়ি (২২)। তিনি আসানসোলের বাসিন্দা। গত দুই বছর ধরে স্থানীয় এক অভিজাত আবাসনে পরিচারকের কাজ করছিল যুবক। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় অবিনাশের ফ্ল্যাটে এক ব্যক্তি আসেন। তবে ওই ব্যক্তি তার পরিচিত কি না, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। পুলিশের প্রাথমিক অনুমান, একাধিক ব্যক্তি মিলে এই খুনের ঘটনা ঘটিয়েছে। এরইমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখা ও চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক তথ্য সংগ্রহ করেছে। পুলিশ ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে এসে তদন্ত চালাচ্ছে এবং তথ্য প্রমাণ সংগ্রহ করছে পুলিশ। পাশাপাশি, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই ফ্ল্যাটটি স্থানীয় ব্যবসায়ী কুশল ছাবড়া ভাড়া নিয়েছিলেন। এই ব্যক্তির লেনিন সরণীতে একটি দোকান রয়েছে। ঘটনার সময় কুশল ও তার পরিবারের কেউ ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না। সন্ধ্যায় তাদের ড্রাইভার সেখানে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। পরে কেয়ারটেকারের থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খোলা হলে দেখা যায়, ডাইনিং এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অবিনাশ। ময়নাতদন্তের জন্য অবিনাশের দেহ পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকের ঘাড় ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন অংশেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা নির্মম হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন:-Ultadanga: ন্যায়বিচার পেলেন নির্যাতিতা, দোষীকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের\

এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারী অফিসাররা মনে করছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। সন্দেহভাজনদের খুঁজে বের করতে পুলিশ (South Kolkata)তদন্ত চালাচ্ছে। রহস্যজনক এই খুনের ঘটনায় চারু মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/196dca8iKR/