MI vs KKR: স্বস্তি ফিরিয়ে অনুশীলনে নারিন, মুম্ব‌ই ম্যাচের আগে ফুরফুরে নাইটরা

আইপিএল ক্রিকেট ক্রীড়া

শুভম দে: নাইট শিবিরে (Kolkata Knight Riders) স্বস্তির বার্তা। মুম্ব‌ই ম্যাচের (MI vs KKR) আগে অনুশীলনে নেমে পড়লেন সুনীল নারিন (Sunil Narine)। রাজস্থান রয়্যালসের (RR vs KKR) বিরুদ্ধে চলতি মরশুমের প্রথম জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু সেই ম্যাচে নারিন (Sunil Narine) খেলেননি। টসের সময় অধিনায়ক রাহানে (Ajinkya Rahane) জানান নারিন অসুস্থ। তাঁর জায়গায় দলে আসেন ইংরেজ অলরাউন্ডার (English All-rounder) ম‌ইন আলি (Moeen Ali)। তাই সোমবার মুম্ব‌ই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে নামার আগে নারিন খেলতে পারবেন কিনা সেই নিয়ে দানা বাঁধছিল চিন্তা। তবে কেকেআর সূত্রে খবর ওয়েস্ট ইন্ডিজ (West Indies) পুরো ফিট এবং তৈরি হার্দিকদের (Hardik Pandya) বিরুদ্ধে খেলার জন্য।

আরও পড়ুন: KKR vs LSG: ম্যাচ র‌ইল ইডেনেই কিন্তু কলকাতা পুলিশের মান র‌ইল কি?

এখন প্রশ্ন একটাই ম‌ইন আলি না নারিন? মুম্ব‌ই মহারণের (MI vs KKR) আগে কেকেআর টিম ম্যানেজমেন্টকে চাপে রাখবে এই সিদ্ধান্ত নেওয়া। কারণ নারিনের অনুপস্থিতিতে, ম‌ইন আলি বল হাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন রাজস্থান ম্যাচে। কিন্তু ব্যাট হাতে সেভাবে বিস্ফোরক হয়ে উঠতে পারেননি তিনি। অন্যদিকে প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে নারিনের ব্যাটে দেখা গিয়েছিল সেই চেনা ছন্দ। কেকেআর হারলেও ২৬ বলে ৪৪ এসেছিল তাঁর ব্যাট থেকে। গত ম্যাচে ডি কক‌ও ৯৭ রান করে অপরাজিত ছিলেন। সুতরাং ওপেনিংয়ে ডি কক-নারিন জুটি যেকোন দিন বিপক্ষ দলের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন তা আর বলার অপেক্ষা রাখে না।

শাহরুখের কাছে এই ম্যাচ (MI vs KKR) বরাবরই সম্মানের। নাইটদের কাছেও। বলিউড বাদশাহ নাকি দলের কাছে এই একটিমাত্র ম্যাচ জেতার জন্য বিশেষভাবে আবদার করে থাকেন। তবে সময় বদলেছে। হেড টু হেড লড়াইয়ে যত‌ই মুম্ব‌ই ২৩-১১ ব্যবধানে এগিয়ে থাকুক না কেন গত আইপিএলে দুই সাক্ষাতেই তাদের পর্যদুস্ত করেছে টিম পার্পল অ্যান্ড গোল্ড। এবারেও প্রথম দুটি ম্যাচ‌ই হেরে গিয়েছে হার্দিক পান্ড্যর দল। ব্যাটে রান নেই রোহিত থেকে স্বয়ং অধিনায়কের‌ও। ফলে খানিক এগিয়ে‌ই নামবে ‘ঘরের’ ছেলে রাহানের দল।

ওয়াংখেড়েকে হাতের তালুর মত চেনেন রাহানে। এই মাঠেই খেলে বেড়ে ওঠা তাঁর। শনিবার সবার আগে নেটে ঢুকলেন তিনি। ঢুকেই স্পিনারদের ডেকে শুরু করলেন ব্যাটিং। আরসিবির বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটের ফর্ম বজায় রাখলেও রাজস্থানের স্পিনারদের বিরুদ্ধে অতিরিক্ত ডট বল খেলে চাপে পড়তে দেখা গিয়েছিল তাঁকে। তাই অনুশীলনে অতিরিক্ত সময় দিলেন স্পিনের পিছনে। এমনিতে ওয়াংখেড়ে ছোট মাঠ। আর উইকেট‌ও ব্যাটিং সহায়ক হয়ে থাকে। ঠিকঠাক ব্যাটে বলে না হলেও বল পড়ে স্ট্যান্ডে। সুনীল নারিন‌ও পুরোদমে পাওয়ার হিটিং প্র্যাকটিস করে গেলেন আন্দ্রে রাসেলের পাশের নেটে। এখন‌ও পর্যন্ত আইপিএলে রাসেল ঝড় না উঠলেও ওয়াংখেড়ের নেটে তা উঠল। একের পর এক বল বাইরে পাঠালেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। সবার শেষে এলেন রমনদীপ। তিনিও আলাদা কিছুই করলেন না। পাওয়ার হিটিং প্র্যাকটিস করে বেরিয়ে গেলেন। তবে সূত্রের খবর স্পেন্সার জনসনের বদলে মুম্ব‌ইয়ের বিরুদ্ধে খেলানো হতে পারে অনরিখ নোকিয়াকে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ওয়াংখেড়ে যত‌ই মুম্ব‌ইয়ের গড় হোক। যত‌ই ঘরের মাঠে ১২-৫ এগিয়ে (MI vs KKR) থাকুক পল্টন বাহিনী, নাইটদের দেখে মনেই হবে না তারা সেইসব নিয়ে ভাবছে বলে। আর ভাববেই বা কেন? শেষ পাঁচ ম্যাচের চারটিতেই রোহিতদের হারিয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের দল। এবারে শুরুটা ভাল না হলেও গত ম্যাচ জিতলেই ম‌ইন আলি বলেছিলেন, “যত ম্যাচ এগোবে তত‌ই শক্তিশালী হয়ে উঠব আমরা‌। আমাদের দলে সবরকম মালমশলা রয়েছে। প্রতিপক্ষ যত‌ই কঠিন হোক না কেন আমাদের খেলা এক‌ইরকম থাকবে। একটি জয় শুধু প্রয়োজন ছিল। যা পেয়ে গিয়েছি। মুম্ব‌ইকে আগেও আমরা ওদের ঘরের মাঠেই হারিয়েছি। এবারেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য আমাদের।“ সবমিলিয়ে একটা জয় যেন বদলে দিয়েছে সবকিছু। নাইটরা নাচছেন, গাইছেন কখন‌ও বা ফুটবলে মাতছেন। রিঙ্কু যেরকম নিজের ফুটবল নিয়ে কায়দাবাজি দেখে বললেন “মেসির মত হচ্ছে পুরো!” ফুরফুরে পরিবেশ কেকেআর অন্দরমহলে। মর্যাদার লড়াইয়ে শাহরুখ তো এটাই দেখতে চান আর মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে বলতে চান, “করব, লড়ব, জিতব রে!”