Whatsapp: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার সহজ উপায়

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: এবার থেকে হোয়াটসঅ্যাপ (Whatsapp) স্ট্যাটাসেও অ্যাড করা যাবে আপনার পছন্দসই গান! সম্প্রতি হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি নতুন ফিচার (Feature) চালু করেছে, যা ব্যবহারকারীদের জন্য স্ট্যাটাসে গান যোগ করার সুযোগ এনে দিয়েছে। মেটা, হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি, ২৮ মার্চ এই ফিচারটি চালু করেছে, যা ইনস্টাগ্রামের (Instagram) মতো হোয়াটসঅ্যাপে (WhatsApp) গান যোগ করার সুবিধা দিচ্ছে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের তাদের পছন্দের গানগুলি ছবি, টেক্সট এবং ভিডিও স্ট্যাটাসের সঙ্গে শেয়ার করার অনুমতি দেয়।

আরও পড়ুন: AI-CCTV Kolkata: নগর নিরাপত্তায় অত্যাধুনিক AI-সমৃদ্ধ সিসিটিভি

এই ফিচারের মাধ্যমে, ব্যবহারকারী ১৫ সেকেন্ডের গান ছবির সঙ্গে এবং ৬০ সেকেন্ডের গান ভিডিওর সঙ্গে যোগ করতে পারবেন। ব্যবহারকারী তাদের পছন্দ অনুযায়ী গানের লিরিক্সও কাস্টমাইজ (Customize) করতে পারবেন। গানটি যদি তাদের পছন্দ না হয়, তবে তারা সেটি মুছে ফেলতেও পারবেন। গানটি স্ট্যাটাসে যোগ করার পর ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যাবে, যা স্ট্যাটাসের মতোই।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

গান খুঁজে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ একটি সার্চ (Search) অপশনও চালু করেছে, যা ব্যবহারকারীদের পছন্দের গান খুঁজতে সহায়ক হবে। এছাড়াও, যদি কেউ অন্যকারো স্ট্যাটাসে থাকা গান পছন্দ করেন, তবে তারা গানটির বিবরণে ক্লিক করে “Add a Status” অপশনে গিয়ে সেই গানটি তাদের স্ট্যাটাসে যোগ করতে পারবেন।

এটি ইনস্টাগ্রামের স্টোরির মতো, তবে হোয়াটসঅ্যাপের এই স্ট্যাটাস সিস্টেমে শেয়ার করা গানগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। এর মানে হলো, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ গানের বিষয়বস্তু দেখার বা জানার সুযোগ পাবে না।

নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য,

প্রথমে হোয়াটসঅ্যাপে একটি ছবি, ভিডিও বা টেক্সট স্ট্যাটাস বেছে নিতে হবে। এরপর স্ক্রিনের উপরের দিকে থাকা মিউজিক আইকনে ক্লিক করে পছন্দের গানটি নির্বাচন করতে হবে। তারপর, নির্বাচিত গানের যেকোনো অংশ ১৫ সেকেন্ড বা ৬০ সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাসে যুক্ত করা যাবে। সবশেষে, পোস্ট অপশনে ক্লিক করে স্ট্যাটাসে গানটি সেট করা যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই নতুন ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ, তবে মেটা জানিয়েছে যে এটি শুধুমাত্র কিছু দেশে চালু হয়েছে, এবং শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশে এই সুবিধা পৌঁছাবে।