নিউজ পোল ব্যুরো: ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের গ্রামাঞ্চলে ফের দেখা মিলল দাঁতাল হাতির (wild elephants Jhargram) দলের। রবিবার সাতসকালে নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা (Subarnarekha River) পেরিয়ে ২০ থেকে ২৫ টি দাঁতাল হাতি প্রবেশ করে বাঘুয়াশোল ও বড় আসনবনী এলাকায়। হঠাৎ জঙ্গলে (forest) হাতির দলের আগমনে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, খাবারের সন্ধানেই (food scarcity) এই হাতির দল গ্রামে প্রবেশ করেছে। বনাঞ্চলে খাদ্যের ঘাটতির কারণে হাতিরা প্রায়ই লোকালয়ে চলে আসে। গোপীবল্লভপুর এলাকাটি নদী সংলগ্ন হওয়ায় হাতিরা সহজেই এখানে ঢুকে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
আরও পড়ুন:- Jhargram: সবজি ফেলে বিক্ষোভ চাষীদের!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টা থেকেই হাতির দলকে দেখতে গ্রামবাসীরা (villagers) ভিড় জমিয়েছেন। বিশাল আকৃতির এই দাঁতাল হাতিদের দেখতে শিশু থেকে বৃদ্ধ, সবাই রাস্তায় বেরিয়ে পড়েন। এই হাতির হামলায় চাষের জমির (agricultural land) ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছে। একর পর একর জমির ধান (Wild Elephants Jhargram) ও অন্যান্য শস্য নষ্ট করেছে তারা। অনেক চাষিই এখন আতঙ্কে রয়েছেন, কারণ ইতিমধ্যেই তাদের বহু ফসল নষ্ট হয়েছে। রবিবার ভোরেই এই হাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার। তিনি নয়াগ্ৰাম থানার কাঁথি গ্ৰামের বাসিন্দা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এলাকার মানুষ বন দফতরের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার (elephant control measures) অনুরোধ করেছেন। হাতির হানার কারণে তাদের জীবন-জীবিকা (livelihood) বিপর্যস্ত হচ্ছে। বন দফতরের কর্মীরা হাতির গতিবিধির ওপর নজর রাখছেন এবং দলটিকে জঙ্গলের দিকে ফেরানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। ঝাড়গ্রামের এই বনাঞ্চল এলাকায় প্রায়শই হাতির উৎপাত (elephant menace) লেগে থাকে। তাই স্থানীয়রা চাইছেন, বন দফতর দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করুক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT