Vehicle Safety Feature: গাড়ির নিরাপত্তা বাড়াতে বড় পদক্ষেপ,জানুন নতুন সিস্টেমের সুবিধা

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: পথ দুর্ঘটনা (Road Accident) প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সরকার। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে ৮ জনের বেশি যাত্রী বহনকারী সমস্ত যাত্রীবাহী গাড়িতে কিছু উন্নত সিকিউরিটি ফিচার (Vehicle Safety Feature) বাধ্যতামূলক করা হবে যার মাধ্যমে জরুরি পরিস্থিতি রোধ এবং দুর্ঘটনা প্রতিরোধ (Accident prevention) সম্ভব হবে। সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রক এই লক্ষ্যে একটি খসড়া প্রস্তুত করেছে, যার মাধ্যমে বড় গাড়িতে উন্নত ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এতে ইমারজেন্সি ব্রেকিং সিস্টেম (AEBS), ড্রাইভার সতর্কীকরণ সিস্টেম, লেন ডিপারচার অ্যালার্ট সিস্টেম (LDAS) ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: Plastic: প্লাস্টিক দূষণে জাপানের যুগান্তকারী অবদান

২০২৬ সালের অক্টোবর থেকে এসব সিকিউরিটি ফিচারগুলি (Vehicle Safety Feature) নতুন গাড়ির সব মডেলে থাকতে হবে। খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মিনি বাস, সাধারণ বাস ও ট্রাকগুলিতেও AEBS এবং ভেহিকল স্টেবিলিটি ফাংশন সংযোজন করা বাধ্যতামূলক হবে। এএসডিএস (ADAS) সিস্টেমের আওতায় এই সব ফিচারগুলি চালকের নিরাপত্তা বাড়াতে এবং দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইমারজেন্সি ব্রেকিং সিস্টেম (AEBS) গাড়ির সামনে সংঘর্ষের সম্ভাবনা শনাক্ত করলে তাৎক্ষণিকভাবে ব্রেক প্রয়োগ করে দুর্ঘটনার প্রভাব কমিয়ে দেবে। এটি দুর্ঘটনা প্রতিরোধে অত্যন্ত কার্যকরী।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

ড্রাইভার সতর্কীকরণ ব্যবস্থা চালকের চোখ ও মাথার নড়াচড়া পর্যবেক্ষণ করে। ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে বা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে এই সিস্টেমটি সতর্কতা সঙ্কেত দেবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়।

লেন ডিপারচার অ্যালার্ট সিস্টেম (LDWS) গাড়ির লেন পরিবর্তন শনাক্ত করে এবং অবাঞ্ছিত লেন পরিবর্তন হলে চালককে সতর্ক করে।

এছাড়াও ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম (BSMS) গাড়ির পাশের ও পিছনের এলাকা পর্যবেক্ষণ করে যাতে গাড়ি চালানোর সময় ব্লাইন্ড স্পটে থাকা যানবাহন বা বস্তু শনাক্ত করা যায়। সিস্টেমটি চালককে সতর্ক করে এবং দুর্ঘটনা এড়াতে সাহায্য করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ফিচারগুলির (Vehicle Safety Feature) উদ্দেশ্য হচ্ছে বড় যানবাহনগুলির নিরাপত্তা বৃদ্ধি করা ও দুর্ঘটনা কমানো। সরকারের এই উদ্যোগ পথ দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।