Balurghat-Howrah Express: বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে এল অত্যাধুনিক LHB কোচ

breakingnews জেলা প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রবিবার সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস (Balurghat-Howrah Express)-এর নতুন LHB কোচ (Linke Hofmann Busch Coach) উদ্বোধন করা হল। বালুরঘাট স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), NFR (Northeast Frontier Railway)-এর DRM (Divisional Railway Manager) সুরেন্দ্র কুমার (Surendra Kumar), বিধায়ক বুধরাই টুডু (Budharai Tudu)-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন:- Balurghat Municipality: উৎসবের রঙে বালুরঘাট পৌরসভা, ৭৫ বছরের উদযাপন

সাংসদ সুকান্ত মজুমদার জানান, যাত্রীদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখেই ICF কোচ (Integral Coach Factory Coach)-এর পরিবর্তে নতুন LHB কোচ সংযোজন করা হয়েছে। তিনি বলেন, ‘‘আগে এই ট্রেনটি সপ্তাহে মাত্র দু’দিন চলত। সংসদ হওয়ার পর আমি এটিকে পাঁচদিন করেছি (Balurghat-Howrah Express)। এবার যাত্রীদের আরও আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য LHB কোচ সংযুক্ত করা হল।’’ নতুন LHB কোচ-এর সুবিধাগুলি ব্যাখ্যা করে সাংসদ বলেন, ‘‘এই অত্যাধুনিক কোচগুলিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। একই সঙ্গে, দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে।’’ রেল সূত্রে খবর, LHB কোচ-গুলি মূলত আধুনিক প্রযুক্তিতে তৈরি, যা ট্রেনের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে তোলে। এগুলি Anti-Telescopic Design-এ তৈরি, যার ফলে সংঘর্ষের ক্ষেত্রে এক কোচ আরেক কোচের ওপরে উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ফলে বড় দুর্ঘটনার ক্ষেত্রেও যাত্রীদের সুরক্ষিত থাকার সম্ভাবনা বেশি। এই কোচগুলির গতি তুলনামূলক বেশি। একই সঙ্গে, এগুলির ব্রেকিং সিস্টেম অত্যাধুনিক, যা দ্রুতগতিতে চলার সময়ও স্থিতিশীলতা বজায় রাখে। এ ছাড়া LHB কোচ-গুলির ভিতরে বসার আসনগুলি আরও আরামদায়ক।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

স্থানীয় যাত্রীরা এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস-কে (Balurghat-Howrah Express) সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে প্রতিদিন চালানো হোক। সাংসদ সুকান্ত মজুমদার এ বিষয়ে জানান, ‘‘হাওড়া স্টেশনে নির্দিষ্ট প্ল্যাটফর্মের ব্যবস্থা করা গেলে এই ট্রেনটি সপ্তাহে সাতদিন চালানোর পরিকল্পনা রয়েছে।’’ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে বালুরঘাট থেকে আরও উন্নত পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আপাতত বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস-এর নতুন LHB কোচ যাত্রীদের জন্য একটি বড় প্রাপ্তি।