Bangaon: ঠাকুরনগরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত একাধিক দোকান

জেলা

নিউজ পোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bangaon) ঠাকুরনগরে রেলগেট এলাকায় মধ্যে রাতে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ভস্মিভূত তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি দোকানে ।

আরও পড়ুন: http://Eid Celebration-Kajal Sheikh: হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ভোজের আয়োজন কাজল শেখের

স্থানীয় সূত্রে খবর, মধ্যরাতে পথচারীরা হঠাৎ আগুনের শিখা দেখতে পান। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, ফলে আশেপাশের দোকানগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। পথচারীরা তৎক্ষণাৎ দোকান মালিকদের (shop owners) খবর দেন এবং দমকল (fire brigade) বিভাগে সংবাদ পাঠানো হয়। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা চালান। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

দোকান মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। দোকানের মূল্যবান সামগ্রী, যেমন বৈদ্যুতিক যন্ত্রপাতি, পোশাক, নিত্যপ্রয়োজনীয় পণ্য সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ (police) প্রাথমিকভাবে মনে করছে, শর্ট সার্কিট (short circuit) থেকেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বর্তমানে ঠাকুরনগর (Bangaon) থানার পুলিশ ও দমকল বিভাগ পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:BangaonFire