CBSE Syllabus: দশম- দ্বাদশ শ্রেণির সিলেবাসে নতুন সংযোজন!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি দশম ও দ্বাদশ শ্রেণির জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস (CBSE Syllabus) প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE Syllabus)। এই পাঠ্যক্রমে বোর্ড পরীক্ষার নতুন নিয়মসহ (Exam Pattern) শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালে বোর্ড পরীক্ষায় কী কী পরিবর্তন আসছে, তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

সিবিএসই (CBSE) এবার দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য শুরু করা হয়েছে নতুন নিয়ম । ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে তারা বছরে দু’বার বোর্ড পরীক্ষা (CBSE Exam) দিতে পারবে। প্রথম পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং দ্বিতীয়টি এপ্রিলে অনুষ্ঠিত হবে। তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা বছর একবারই নেওয়া হবে। ২০২৬ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে। বোর্ডের অনুমান, ২০২৬ সালে প্রায় ২০ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। নতুন পাঠ্যক্রম অনুযায়ী, দশম শ্রেণির মূল্যায়ন ৯-পয়েন্ট গ্রেডিং সিস্টেমের মাধ্যমে করা হবে। প্রতিটি বিষয়ের জন্য বোর্ড পরীক্ষা হবে ৮০ নম্বরের এবং ২০ নম্বর থাকবে অভ্যন্তরীণ মূল্যায়নের (Internal Assessment) জন্য। পাশ করতে হলে শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

আরও পড়ুনঃhttp://JEE CBSE Exam: পরীক্ষার্থীদের জন্য সুখবর, সময়সূচি বদলালো NTA

পড়ুয়াদের তিনটি স্কিল-বেসড বিষয় (Skill-Based Subjects) থেকে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে। বিকল্পগুলো হলো— কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া নবম ও দশম শ্রেণির জন্য ইংরেজি বা হিন্দি যেকোনো একটি ভাষা বাধ্যতামূলকভাবে বেছে নিতে হবে। ২০২৬ সালে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যও ৯-পয়েন্ট গ্রেডিং সিস্টেম চালু করা হচ্ছে। নতুন পাঠ্যক্রমে চারটি নতুন স্কিল ইলেক্টিভ বিষয় (Skill Elective Subjects) যুক্ত করা হয়েছে।
এগুলো হলো:

ল্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যাসোসিয়েট , ইলেক্ট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার , ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার এবং ডিজাইন থিঙ্কিং ও ইনোভেশন।

দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাসে মোট সাতটি শিখন ক্ষেত্র নির্ধারিত হয়েছে। এগুলো হলো— ভাষা , মানবীবিদ্যা, গণিত, বিজ্ঞান , স্কিল বিষয় , জেনারেল স্টাডিজ এবং স্বাস্থ্য ও শারীর শিক্ষা। সিবিএসই-র (CBSE Syllabus) এই নতুন শিক্ষাবর্ষের পরিকল্পনা শিক্ষার্থীদের জন্য আরও সহজ ও উপযোগী হবে বলে মনে করছেন বোর্ড কর্তৃপক্ষ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/p/1AZHDnEoBT/