Eid Celebration: শান্তিপূর্ণ ঈদ উদযাপন ঝাড়গ্রামে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সব ধর্মের মানুষ

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিশ্বজুড়ে ঈদের আনন্দের (Eid Celebration) উদযাপনে শামিল হয়েছেন মুসলিমরা। তেমনি ঝাড়গ্রাম (Jhargram) জেলা জুড়ে পবিত্র ঈদ উদযাপনে (Eid Celebration) মুসলিম সম্প্রদায়ের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেল। রবিবার (Sunday) পবিত্র ঈদের চাঁদের দেখা মিলেছে। আর সোমবার সকালে এক মাসব্যাপী রমজান মাসের উপবাস শেষে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজে (Eid Namaz) অংশগ্রহণ করেন। এই বিশেষ ঈদের নামাজের (Eid Namaz) আয়োজন করা হয়েছিল তালতলা ইদগাহ ময়দান এবং সাঁকরাইলের কুলটিকরী নূর জামে মসজিদে।

আরও পড়ুন: Wild Elephants Jhargram: ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব

এই নামাজে অংশগ্রহণ করতে সকাল থেকেই মুসলিম সম্প্রদায়ের নারী, পুরুষ, বৃদ্ধ-বাচ্চারা নতুন পোশাক পরে উপস্থিত হন। নামাজের (Eid Namaz) পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ উৎসবে ছিল অত্যন্ত খুশির পরিবেশ, যেখানে সবাই একে অপরের সুখ-দুঃখে অংশীদার হন।

ঈদের আনন্দ (Eid Celebration) শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন ধর্মের মানুষও এই বিশেষ দিনটি উদযাপন করতে একত্রিত হন এবং একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান। ঝাড়গ্রাম জেলা শহর ছাড়াও জেলার বিভিন্ন অঞ্চলে যেমন সাঁকরাইল, গোপীবল্লভপুর, বিনপুর, বেলপাহাড়ি, লালগড় এবং নয়াগ্রাম এলাকায় ঈদের নামাজের আয়োজন করা হয়। গোপীবল্লভপুরের নয়াবসান ও ধনকামড়া গ্রামে স্থানীয় মুসলমানরা ঈদের নামাজের আয়োজন করেন, যা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

ঝাড়গ্রাম (Jhargram) জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলার প্রতিটি এলাকায় ঈদের নামাজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি ঘটেনি। এ বছর ঈদ উৎসব ছিল সম্প্রীতি এবং শান্তির এক উজ্জ্বল উদাহরণ।

ঈদের দিনটি যেন প্রকৃত শান্তির প্রতীক হয়ে ওঠে সেটাই সকলের কামনা ছিল। পুরো জেলার মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতির মেলবন্ধন ফুটে উঠেছিল ঈদের এই শুভক্ষণে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT