নিউজ পোল ব্যুরো: চিনারপার্কের (Chinarpark) পর এবার পোস্তা (Posta)! শহরে আবারও গোপন অপারেশনে নামল ‘স্পেশাল ২৬’। মনে হতে পারে এটি কোনো সিনেমার কাহিনী, কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটেছে শহরের পোস্তা এলাকায়। সিবিআইয়ের নাম ভাঙিয়ে ভুয়ো সিবিআই (CBI) অফিসাররা শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে লুটপাট করছে। সিবিআই (CBI) অফিসার সেজে এক ব্যক্তির থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা লুটে নিয়ে পালিয়েছে তারা। যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি।
আরও পড়ুন: Metro Expansion: বিবাদী বাগ ছাড়িয়ে ইডেন, কলকাতা মেট্রোর নতুন দিগন্ত
ঘটনায় পোস্তা (Posta) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কটন স্ট্রিট এলাকায় ওই তিনজন ভুয়ো সিবিআই (CBI) অফিসার রাস্তা আটকে এক অজ্ঞাত ব্যক্তির ব্যাগ তল্লাশি (Search) করতে থাকে। তারা ওই ব্যক্তির কাছে থাকা সোনা সম্পর্কে একাধিক প্রশ্ন করে এবং প্রয়োজনীয় নথিপত্র দেখতে চায়। ওই ব্যক্তি যথাযথ নথি দেখানোর পর তারা সেগুলি ভুয়ো বলে দাবি করে সোনার গহনা বাজেয়াপ্ত (confiscated) করে নেয়। তারপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
ঘটনার পর ব্যক্তিটি দ্রুত পোস্তা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তবে প্রশ্ন উঠছে, আদৌ কি ওই ব্যক্তি ছিল তাদের টার্গেট? তারা কি পূর্ব পরিকল্পনায় এই ব্যক্তি ও তার সোনার গহনার দিকে নজর রেখেছিল?
একদিকে সোনা লুটের ঘটনা অন্যদিকে এই ধরনের অপরাধে লাগামহীনতা পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ (Challenge) হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের খুঁজে বের করা সম্ভব হয়নি তবে তদন্তের মাধ্যমে দ্রুত সত্য উদঘাটনের আশা করছে পুলিশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT