Jhargram: হাতির উপদ্রব থেকে বাঁচতে চাষিদের নয়া কৌশল

জেলা

নিউজ পোল ব্যুরো: ঝাড়গ্রামের (Jhargram) বিস্তীর্ণ অঞ্চলে রাত বাড়লেই বাড়ছে হাতির (elephant) উপদ্রব। জঙ্গল থেকে বেরিয়ে এসে চাষের জমি (farmland) দখল করে ফেলছে হাতিরা। শুধু জমিতেই নয়, অনেক সময় গ্রামের ভেতরেও ঢুকে পড়ছে তারা। ফসলি মাঠের শস্য (crops) ও সবজি মাটিতে লুটিয়ে পড়ছে হাতির তাণ্ডবে। ধান, আলু, টমেটোসহ বিভিন্ন সবজি খেয়ে ও পায়ে পিষে নষ্ট করে দিচ্ছে বিশাল বিশাল হাতির দল।

হাতির তাণ্ডবে চাষিরা (farmers) বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে এক অভিনব উপায় বের করেছেন। তারা রাতের বেলা মাটিতে না থেকে গাছের (tree) ওপর বাঁশের (bamboo) মাচার উপর ছোট ছোট ঘর তৈরি করেছেন। সেখানেই বসে পাহারা দিচ্ছেন তারা। নিচে থাকলে হাতির আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বেশি, তাই উঁচুতে আশ্রয় নিয়ে নিরাপদে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাষিরা।

হাতির দল যখন জমির ভেতর প্রবেশ করছে, তখন চাষিরা চিৎকার করে বা ফোন (phone) ব্যবহার করে গ্রামের অন্যদের সতর্ক করছেন। এভাবে সকলে মিলে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা নিলে কিছুটা হলেও ফসল বাঁচানো সম্ভব হচ্ছে। যদিও হাতির দল প্রায় প্রতিদিনই মাঠে নেমে আসছে, তবে এই নতুন কৌশলের কারণে সম্পূর্ণ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা অনেকটাই কমেছে। ঝাড়গ্রামের কৃষকদের (farmers) এই অভিনব কৌশল এখন সকলের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, এই ধরনের পদ্ধতি অন্য অঞ্চলেও কার্যকর হতে পারে। বিশেষ করে যেখানে হাতির উপদ্রব বেশি, সেখানকার চাষিরাও একই পদ্ধতি অনুসরণ করতে পারেন বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ http://Metro Expansion: বিবাদী বাগ ছাড়িয়ে ইডেন, কলকাতা মেট্রোর নতুন দিগন্ত

ঝাড়গ্রামে (Jhargram) রাত নামার সাথে সাথেই হাতির (elephant) দল চাষের জমিতে (farmland) নেমে আসছে। কখনও কখনও তারা ঢুকে পড়ছে গ্রামের ভেতরেও। জমির ফসল খেয়ে, পাড়িয়ে নষ্ট করে দিচ্ছে মাঠের পর মাঠ সবজি ও শস্য (crops)। চাষিরা (farmers) হাতির এই তাণ্ডব থেকে রক্ষা পেতে নতুন এক উপায় বের করেছেন। রাতের বেলা গাছের (tree) মাথায় বাঁশের (bamboo) মাচার ওপর ছোট ছোট ঘর তৈরি করে, সেখানেই বসে পাহারা দিচ্ছেন। নিচে থাকলে হাতিরা আক্রমণ করতে পারে, তাই উঁচু থেকে নজর রাখছেন তারা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/p/1BVXjzKaqw/