নিউজ পোল ব্যুরো: ইডেন পিচ (Eden Gardens) বিতর্কে এবার মুখ খুললেন কেকেআর (KKR) কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit)। সোমবার ওয়াংখেড়েতে (Wankhede) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে (MI vs KKR) নামবে তাঁর দল (Kolkata Knight Riders)। তার আগে রবিবার সাংবাদিক সম্মেলনে এসে সেভাবে কিছু মন্তব্য না করলেও সাফ জানিয়ে দিলেন সব দলই ঘরের মাঠে কিছু সুবিধা পেতে চায়। উদ্বোধনী ম্যাচে আরসিবির (KKR vs RCB) কাছে হারের পর অধিনায়ক (KKR Captain) রাহানে (Ajinkya Rahane) প্রথম এই বিষয়ে কথা বলেছিলেন।
আরও পড়ুন: MI vs KKR: স্বস্তি ফিরিয়ে অনুশীলনে নারিন, মুম্বই ম্যাচের আগে ফুরফুরে নাইটরা
আইপিএল আঠারোয় পা রাখতে না রাখতেই পিচ বিতর্ক পিছু নিয়েছে কোটি টাকার এই লিগের। কেকেআরের পাশাপাশি অভিযোগ এসেছে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের তরফ থেকেও। অভিযোগ একটাই ঘরের মাঠে পছন্দমত উইকেট দেওয়া হচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলিকে। যে বিতর্কের আগুনে ঘি ঢালে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের একগুঁয়ে মনোভাব। তিনি মুখের ওপর বলে দেন উইকেট তৈরির ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজির কিছু বলার থাকতে পারে না। তারপরে অবশ্য চাপে পড়ে খানিক সুর নরম করেন সুজন। কেকেআরের পরবর্তী হোম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে উইকেট খানিক স্পিন সহায়ক করা হবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (MI vs KKR) সাংবাদিকরা এই প্রসঙ্গে প্রশ্ন করলে নাইটদের হেডস্যার জানান, “আমাদেরকে যে উইকেট দেওয়া হয় আমরা তাতেই খেলি। কোচ বা টিম ম্যানেজমেন্টের এখানে কিছু করার নেই। এসব থাকে কিউরেটরের হাতে। কে কি করবে না কার হাতে কি আছে সেইসব নিয়ে ভেবে লাভ নেই। তাঁর থেকে ম্যাচে ফোকাস করা বেশি জরুরী।“ কিন্তু এখানেও পিচ-বিতর্কে প্রশ্ন থামেনি। সাংবাদিকরা জানতে চান ঘরের মাঠে দলগুলির কিছু সুবিধা পাওয়া উচিৎ কিনা, এই প্রশ্নের উত্তরে পন্ডিত বলেন, “দেখুন সেটা কে চাই না? তাঁর মানে এটা বলছি না যে কোচ, টিম ম্যানেজমেন্ট পিচ প্রস্তুতকারকের কাজে নাক গলাবে। শুধু একটু সুবিধা পেলে কে খুশি হবে না? সেটুকুই চাওয়া।“
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক:
https://www.facebook.com/share/1EA79Afcw5/
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অসুস্থ থাকায় খেলেননি সুনীল নারিন। তাঁর বদলে এসেছিলেন ইংরেজ অলরাউন্ডার মইন আলি। ব্যাট হাতে সেভাবে ছাপ না রাখতে পারলেও টাইট অফ-স্পিন বোলিংয়ে নিয়েছিলেন দু’উইকেট। কিন্তু মুম্বই ম্যাচের (MI vs KKR) আগে সম্পূর্ণ সুস্থ নারিন। এখন প্রশ্ন রোহিতদের বিরুদ্ধে তাঁকে দলে ফেরানো হবে কিনা। এই বিষয়ে পন্ডিত জানান, “অনুশীলনে ওঁকে দেখে ভাল লাগছে। ও ১০০ শতাংশ ফিট হয়ে গিয়েছে। তবে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।“ প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম ম্যাচে ইডেনে আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ২৬ বলে ৪৪ রানের পাশাপাশি বল হাতেও ২৭ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছিলেন নাইটদের পুরনো যোদ্ধা।