নিউজ পোল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে নামার পর যাত্রীদের মনে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন ঘুরপাক খায়—(Taxi Fare Negotiation) ট্যাক্সির ভাড়া কত হবে, (Bus Schedule) বাস কখন ছাড়বে, (Traffic Congestion) যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে, কিংবা (Luggage Handling) লাগেজ নিয়ে কতদূর হাঁটা সম্ভব? কিন্তু এবার আর এসব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না! হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ, এক নম্বর গেট থেকে বেরিয়ে বাঁ দিকে তাকালেই দেখা মিলবে নতুন ঝকঝকে মেট্রো গেটের (Kolkata Airport Metro), যা শহরের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী সংযোজন।
আরও পড়ুন:- Ram Navami: উত্তর কলকাতা জুড়ে মোদী-শুভেন্দুর ছবি দেওয়া রামনবমীর পোস্টার, বিতর্ক তুঙ্গে

নতুন এই বিমানবন্দর মেট্রো স্টেশন কলকাতার (Lifeline Metro) লাইফলাইন মেট্রোর অন্যতম প্রধান সংযোগস্থল হতে চলেছে। একসময় ধর্মতলা মেট্রো স্টেশনকে লন্ডনের (Piccadilly Circus) পিকাডেলি সার্কাসের সঙ্গে তুলনা করা হতো। এবার বিমানবন্দর মেট্রো স্টেশনও সেই তালিকায় যুক্ত হতে চলেছে। কারণ, এটি হবে কলকাতা মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ (Junction Station)। এখান থেকে বারাসত, দক্ষিণেশ্বর, শ্যামবাজার, নিউটাউন, সল্টলেক, বাইপাস হয়ে রুবি ও গড়িয়া পর্যন্ত সরাসরি মেট্রো সংযোগ থাকবে (Kolkata Airport Metro)। এছাড়াও, সেক্টর ফাইভ থেকে মেট্রো বদলে শিয়ালদহ, ধর্মতলা, হাওড়ার মতো প্রধান স্থানে সহজেই যাতায়াত করা যাবে। আধুনিক এই মেট্রো স্টেশনটি হতে চলেছে এশিয়ার বৃহত্তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। বিমানবন্দরের মতোই থাকবে একাধিক অত্যাধুনিক সুবিধা, যা বিশেষত বিমানযাত্রীদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। লাগেজ নিয়ে চলাফেরার সুবিধার্থে (Travelator) ট্রাভেলেটরের ব্যবস্থা করা হয়েছে, যা বিমানবন্দরের গেট থেকে সরাসরি মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগ করবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
আধুনিক সুযোগ-সুবিধাগুলি হল:-
১) যাত্রীদের সুবিধার্থে এখানে থাকবে ১২টি এসক্যালেটর, ৬টি লিফট এবং ৬টি সিঁড়ি।
২) মোট ৮টি টিকিট কাউন্টার থাকবে, যার মধ্যে ২টি বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সংরক্ষিত।
৩) আধুনিক এবং পরিচ্ছন্ন শৌচালয়ের সুব্যবস্থা থাকবে।
৪) পাঁচটি প্ল্যাটফর্ম বিশিষ্ট স্টেশনটিতে প্ল্যাটফর্ম ১ ও ২ থেকে নোয়াপাড়া, এবং প্ল্যাটফর্ম ৩, ৪ ও ৫ থেকে বারাসতগামী ট্রেন চলবে।
৫) শহরের গুরুত্বপূর্ণ রুটগুলোর সঙ্গে দ্রুত সংযোগ স্থাপনের জন্য এটি এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই নতুন বিমানবন্দর মেট্রো স্টেশন কলকাতার (Kolkata Airport Metro) পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দেবে। শহরের অন্যতম ব্যস্ততম মেট্রো স্টেশন হয়ে ওঠার পাশাপাশি, এটি যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও গতিময় যাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করবে।