নিউজ পোল ব্যুরো: অগ্নিগর্ভ নেপালে (Nepal) পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ক্রমশই। গণতন্ত্র (Democracy) নয়। ফিরিয়ে আনা হোক রাজতন্ত্র (Monarchy)। এই দাবি উঠেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রে। পাশাপাশি হিন্দু রাষ্ট্রের দাবিতেও সোচ্চার হয়েছে জনগণের একটি বড় অংশ। এই পরিস্থিতিতে বিভেদ ভুলে গণতন্ত্রকামী সবকটি রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli)।
আরও পড়ুনঃ Nepal : গণতন্ত্রের প্রয়োজন নেই! রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের দাবিতে অগ্নিগর্ভ নেপাল, জারি কার্ফু
রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রের দাবিতে শুক্রবার রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী কাঠমান্ডু এবং তার সংলগ্ন অঞ্চল। সরকারী ভবনে ভাঙচুরের পাশাপাশি একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। এই সময় দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রর (Gyanendra) সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু ঘটে। পাশাপাশি আহত শতাধিক মানুষ। সব মিলিয়ে পরিস্থিতির এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে কাঠমান্ডু সহ একাধিক শহরে জারি করতে হয় কার্ফু।
এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এই মুহূর্তে দেশের প্রধান বিরোধী দল সিপিএনে’র চেয়ারম্যান পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডের (Prachanda) সঙ্গে ফোনে কথা হয় ওলির। এই কথোপকথনের পরই এই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ছাড়াও নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের পরিচালক পদ থেকে কুলমান ঘিসিংকে বরখাস্ত করার জটিলতা সৃষ্টি হয়েছে সে দেশের পার্লামেন্টে। এই বিষয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজতন্ত্রের সমর্থকরা ছাড়াও গণতন্ত্রের পক্ষে থাকা নেপালি কংগ্রেসের একাংশও প্রতীকী রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছেন। উল্লেখ্য, ২০০১ সালে নেপালের (Nepal) সিংহাসনে বসেছিলেন জ্ঞানেন্দ্র। তবে ২০০৬ সালেই ক্ষমতা হারান তিনি। এরপর ২০০৮ নাগাদ ২৪০ বছরের রাজতন্ত্রকে হটিয়ে নেপালে প্রতিষ্ঠা করা হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এরপর ২০১৫ সালে হিন্দু রাষ্ট্রের তকমাও উঠে যায় নেপালের গা থেকে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় দেশটিকে।