Malaika Arora: সইফের পর মালাইকার বাড়িতে অচেনা আততায়ী!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: সইফ আলি খানের বাড়িতে আততায়ীর হানার ঘটনা নিয়ে চর্চা কম হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। তার সাম্প্রতিক অভিজ্ঞতা শুনে শিউরে উঠেছেন অনুরাগীরা (Fans)। সম্প্রতি একটি জায়গায় বেরনোর পরিকল্পনা করছিলেন মালাইকা। নিজের ঘরে প্রস্তুতি নিচ্ছিলেন। সাজগোজ সেরে যখন বসার ঘরে এলেন, তখনই চোখে পড়ে এক অচেনা মহিলা সেখানে বসে রয়েছেন। মুহূর্তেই চমকে ওঠেন অভিনেত্রী। ওই মহিলাকে তিনি চিনতে পারেন না। ধীরে ধীরে মালাইকায় মনে ভয় ঢুকতে শুরু করে। হঠাৎই মালাইকা খেয়াল করেন, ওই মহিলার ব্যাগে রয়েছে একটি কাঁচি (Scissors)। ওই মহিলাকে সন্দেহজনক মনে হওয়ায় নিজেকে শান্ত রেখে মালাইকা তার সঙ্গে কথা বলেন। এরপর জানতে পারেন, ওই মহিলা আসলে তার অন্ধভক্ত। (Die-hard Fan)তিনি প্রবল আবেগের বশে অভিনেত্রীর বাড়িতে ঢুকে পড়েছেন। শেষমেশ এই রহস্য উন্মোচিত হলেও, মালাইকার এই অভিজ্ঞতা শোনার পর অনেকেই শিউরে উঠেছেন।

আরও পড়ুন:- Tribute Celebration: জীবন গুহর ৮৭ তম জন্মদিনে বিশেষ শ্রদ্ধা, শিল্পীদের মেলবন্ধন

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় (Bollywood Glamour World) বড়পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও, এক দশকের বেশি সময় ধরে রিয়ালিটি শো (Reality Shows)-এর বিচারকের আসনে (Judge) দেখা যাচ্ছে মালাইকাকে (Malaika Arora)। বর্তমানে তিনি জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’ (Hip Hop India Season 2)-এর বিচারক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু এই শো-তে বিচারক হওয়ার অভিজ্ঞতাও খুব একটা সুখকর হয়নি তার জন্য। দিনকয়েক আগে একটি নাচের পারফরম্যান্সের (Dance Performance) মাঝেই এক কিশোর প্রতিযোগী (Contestant) অশালীন আচরণ শুরু করে। মালাইকার দিকে তাকিয়ে সে কখনও চোখ মারে, কখনও চুমু ছোড়ে, এমনকি অন্যরকম অঙ্গভঙ্গিও (Gestures) করে। স্বাভাবিকভাবেই এই অকালপক্ক আচরণে ক্ষুব্ধ হন মালাইকা এবং বিচারকের আসনেই সেই কিশোরকে কড়া ধমক দেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট শোনা যায়, মালাইকা রেগে গিয়ে কিশোর প্রতিযোগীকে বলেন, “তোমার মায়ের ফোন নম্বর দাও।” এমন প্রশ্নে হতভম্ব হয়ে যায় সেই কিশোর এবং সে জানতে চায়, “কেন?” উত্তরে মালাইকা (Malaika Arora) বলেন, “তুমি আমাকে চোখ মারছো, আমার দিকে চুমু ছুড়়ছো! এই বয়সে!” এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মালাইকার সমর্থনে মুখ খুলেছেন এবং বলেছেন, বিচারকের প্রতি এমন আচরণ একেবারেই অনুচিত। তবে এ ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এমন এক অভিনেত্রীকে, যিনি বছরের পর বছর বিনোদন জগতে (Entertainment Industry) নিজের জায়গা ধরে রেখেছেন এবং অসংখ্য অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT