নিউজ পোল ব্যুরো: নিউটাউন (Newtown) ১৪ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন নির্জন এলাকায় এক টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Newtown Case। মৃতের নাম সুশান্ত ঘোষ। বাড়ি রাজারহাট (Rajarhat) থানার রেকজোয়ানি মাজেরহাইট এলাকায়। তার মৃতদেহের পাশেই তার টোটো (Toto) পাওয়া যায়। সূত্রের খবর, সোমবার ভোরে নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন এক নির্জন জায়গায় একটি টোটো দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। টোটোর সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক যুবকের দেহ। তড়িঘড়ি স্থানীয়রা পুলিশে খবর দেয়। ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে চিনারপার্ক (Chinar Park) এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:- Newtown Incident: নিউটাউনে নাবালিকা হত্যার ঘটনা

পরিবার সূত্রে খবর, শনিবার এক যুবক সুশান্তের বাড়িতে এসে তার ফোন নম্বর নেয়। তিনি জানান, রবিবার রাতে রাম মন্দির (Ram Mandir) থেকে ইকোপার্ক যাওয়ার জন্য টোটো ভাড়া লাগবে। সেইমতো রবিবার রাত ১০.৩০ নাগাদ সুশান্ত বাড়ি থেকে বের হয়। পরিবার আরও অভিযোগ জানায়, দীর্ঘদিন ধরে সুশান্তের এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। মহিলার নাম মামনি। বিষয়টি জানাজানি হলে মামনি তার স্বামী গিরিশ ঘোষের সঙ্গে এলাকা ছেড়ে চলে যান। কিন্তু তারপরেও সুশান্ত ও মামনির যোগাযোগ ছিল বলে দাবি সুশান্তের পরিবারের। পরিবারের দাবি, মামনির স্বামী গিরিশ ঘোষ সম্প্রতি একটি টোটো কিনেছিল এবং সেই টোটোর জন্য সুশান্তের কাছ থেকে কয়েক হাজার টাকা ধার নিয়েছিল। সুশান্ত সেই টাকা ফেরত চেয়েছিল গিরিশের কাছে (Newtown Case)। এই নিয়েই দু’জনের মধ্যে বচসা হয় বলে পরিবারের অভিযোগ।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

পরিবারের অভিযোগের ভিত্তিতে মামনি ও গিরিশ ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি পরিকল্পিত খুন। লোক ভাড়া করে সুশান্তকে হত্যা করা হয়েছে। এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি-র মাধ্যমে দুজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। জানা যায়, রবিবার রাতে তারা সুশান্ত ঘোষের টোটোতে উঠেছিল। এছাড়া, তাদের একজন শনিবার টোটো ভাড়া করার জন্য সুশান্ত ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিল। তদন্তে উঠে আসে, এই দুজন অপরাধপ্রবণ। পুলিশ তাদের গ্রেফতার করে ইকোপার্ক থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। দুজনেই অপরাধ স্বীকার করেছে। এদিকে, প্রাথমিকভাবে আটক হওয়া দম্পতিকে ছেড়ে দেওয়া হয়। মৃতের বাবা সুধীর ঘোষের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT