Birbhum: সিউড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত একাধিক

জেলা

নিউজ পোল ব্যুরো: বীরভূমের (Birbhum) সিউড়ি (Suri) থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর সংঘর্ষ (Group Clash)। একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। বাঁশ দিয়ে ভাঙচুর চালানো হয়। দুই পক্ষের বিরুদ্ধে মারধর করার অভিযোগও সামনে এসেছে।

সোমবার ইদের দিনে একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্যা রওসানাড়া বিবির লোকজনের। অশান্তিকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তাপ বাড়তে থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রওসানাড়া বিবি সিউড়ি ২ ব্লকেল সভাপতি নুরুল ইসলামের অনুগামী। সূত্রে জানা গিয়েছে, এক পক্ষ অভিযোগ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের লোকজন রওসানাড়া বিবির লোকজন অন্য গোষ্ঠীর উপর চড়াও হয়৷ অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোন সরকারি কাজে টাকা নিচ্ছে। তাই অপর গোষ্ঠী প্রতিবাদ করায় এই বুথ পরিচলনার জন্য কমিটি তৈরি করা হয়। তার জন্যই পঞ্চায়েত সদস্যার লোকজন এসে অশান্তি করেছে। মারধর করেছে।

আরও পড়ুনঃ অবসর পরিকল্পনা ঘোষণা করতেই RSS দফতরে PM Modi, বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের

যদিও বীরভূমের (Birbhum) পঞ্চায়েত সদস্যার লোকজনের পাল্টা দাবি, বিপরীত পক্ষের লোকজন ইচ্ছা করে অশান্তি পাকাচ্ছে। ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই দিকে নজর দিতে এলাকায় যায় সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষের সংঘর্ষের ঘটনাতে ১০ থেকে ১২ জন ব্যক্তি আহত হয়েছে। তাদের প্রত্যেককেই উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এলাকায় উত্তেজনা রয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/