Siliguri Eid Celebration: ঈদের আনন্দে একত্রিত শিলিগুড়ির মুসলিম সম্প্রদায়

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সোমবার (Monday) বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন—পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আনন্দ সহকারে পালিত হচ্ছে। শিলিগুড়ি (Siliguri Eid Celebration) শহরও এর ব্যতিক্রম নয়। সোমবার সকালে শহরের বিভিন্ন মসজিদে ঈদের নামাজের (Eid Namaz) মাধ্যমে ঈদ উদযাপন (Siliguri Eid Celebration) করা হয়েছে। এদিন জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে (Siliguri Kanchenjunga Stadium) বিশেষ ঈদ নামাজের (Eid Namaz) আয়োজন করা হয়। এই নামাজে উপস্থিত হন শহরের বিভিন্ন প্রান্তের হাজারো মুসলিম ভাই-বোনেরা।

আরও পড়ুন: Balurghat-Howrah Express: বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে এল অত্যাধুনিক LHB কোচ

নামাজের আয়োজনে বিভিন্ন বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেব, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা দু’নম্বর বোরো চেয়ারম্যান, এবং অন্যান্য অনেক সমাজসেবী ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। নামাজের শেষে জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির ইমাম গুলাম আরশাদ বারকাটি উপস্থিত সবার উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান। তিনি সকল মুসলিমদের ঈদুল ফিতরের আনন্দ ও শান্তি কামনা করেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এছাড়াও, শিলিগুড়ি মেয়র গৌতম দেবও শহরের মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদ (Siliguri Eid Celebration) উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রদান করেন। তিনি বলেন, “ঈদ আমাদের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং ভালোবাসার বার্তা নিয়ে আসে। আমরা সকলেই যেন একে অপরের সঙ্গে মিলেমিশে সমাজে শান্তি প্রতিষ্ঠা করি।”

এই দিনটি শুধুমাত্র ঈদের নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সকল ধর্ম, সম্প্রদায় ও জাতির মধ্যে সৌহার্দ্য-সহানুভূতির মেলবন্ধন হিসেবে উদযাপিত হয়। এদিন শিলিগুড়ির নানা প্রান্তে মুসলিম সম্প্রদায়ের বাড়ি-বাড়ি খুশির আনন্দ ছড়িয়ে পড়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT