নিউজ পোল ব্যুরো: গুঞ্জন উঠেছিল কয়েকদিন আগেই। জানা গিয়েছিল ‘জি বাংলার’ (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো (Reality Show) ‘দাদাগিরি’ (Dadagiri Unlimited) ছাড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আসতে চলেছেন নতুন কোন অনুষ্ঠানে। এদিন সেই খবরেই সিলমোহর পড়লো। তবে সূত্রের খবর ‘দাদাগিরি’ ছাড়ছেন না মহারাজ। দাদাগিরির পাশাপাশি নাম লেখাতে চলেছেন অন্য চ্যানেলের আরেকটি ‘শো’ -এ।
আরও পড়ুন: Sanoj Mishra: মহাকুম্ভের ভাইরাল কন্যার পরিচালক গ্রেফতার
সৌরভ (Sourav Ganguly) নিজে এই বিষয়ে মুখ না খুললেও, টলিপাড়া সূত্রে খবর এবার স্টার জলসায় দেখা যাবে তাঁকে। জলসা কর্তৃপক্ষ ‘বিগ বস বাংলা’ ফিরিয়ে আনতে চলেছেন আবার। সেখানেই সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে প্রিন্স অব ক্যালকাটাকে। ২০১৩ সালে প্রথম ইটিভি বাংলায় শুরু হয়েছিল ‘বিগ বস বাংলা।‘ প্রথম সিজনে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। এরপর ২০১৬ সালে কলর্স বাংলায় দ্বিতীয় সিজনে সঞ্চালনা করেন অভিনেতা জিৎ। তবে দু’টি সিজনের পর আর সম্প্রচারিত হয়নি বিতর্কিত এই শোটি। এবার আবার ফিরতে চলেছে সেই শো। পুজোর পর শুরু হবে শ্যুটিং।

২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত ‘লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি’ -র সুরে রাত্রি ৯:৩০ মিনিটে জি বাংলার মঞ্চে পা রাখতেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক (Sourav Ganguly)। এই দৃশ্যর সঙ্গেই পরিচিত ছিল বাঙালি। মাঝে শুধু এক মরশুম সৌরভের জায়গায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। তাতেই টিআরপি কমেছিল শোয়ের। যারপর আর ঝুঁকি নেননি নির্মাতারা। দাদাগিরি আর সৌরভ সমার্থক হয়ে গিয়েছে বাংলার ঘরে ঘরে। সেখান থেকে তিনি দাদাগিরি ছাড়ছেন এই খবরে শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে ১০ বছর ধরে চলা জনপ্রিয় এই শোয়ের ভবিষ্যৎ নিয়ে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
জি বাংলা সূত্রে খবর দাদাগিরিও সম্পূর্ণ নতুন রূপে আসতে চলেছে। জানা যাচ্ছে একটানা একই ধাঁচে শো করতে করতে একঘেঁয়েমি বোধ করছেন ‘দাদা’ (Sourav Ganguly)। তাই শো ছাড়ার কথা ভাবেন। কিন্তু নির্মাতারা ছাড়তে চান না তাঁকে। তাঁর কথা ভেবেই বদলাতে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো। বাংলার ‘দাদা’ এবার ‘বস’ হয়েও আসতে চলেছেন বাঙালির টিভির পর্দায়।