নিউজ পোল ব্যুরো: সোমবার সকালে ঈদের (Eid) দিন সকালে কলকাতার রেড রোড (Red Road) থেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোধীদের নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে বলেছেন, “আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ ও দিন শেষে আমি একজন ভারতীয়।” মমতার মুখে এদিন শোনা গিয়েছিল ‘গন্ধা’ ধর্ম’-এর কথা। মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য নিয়েই এবার পাল্টা নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ধর্ম নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বুমেরাং হবে। এমনটাই এদিন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন বিজেপি (BJP) নেতা। ভোটে আগে তাহলে কি শুভেন্দু-মমতার (Suvendu on Mamata) দ্বৈরথ দেখবে বঙ্গবাসী? এই নিয়ে তুঙ্গে চর্চা।
মুখ্যমন্ত্রীর রেড রোডে করা মন্তব্যের পরেই টুইট করেছেন শুভেন্দু অধিকারী। প্রশ্নও ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর দিকে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে লিখেছেন, “কোন ধর্মকে খারাপ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সনাতন হিন্দু ধর্ম খারাপ? এটা কী ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক মঞ্চ? ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনি রেড রোডে কোন ধরণের উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন? আপনি ঈদ শব্দটির চেয়ে ‘দাঙ্গা’ এবং সাম্রদায়িক শব্দগুলি বেশি উচ্চারণ করেছিলেন। এটি কি ধর্মীয় অনুষ্ঠান নাকি রাজনৈতিক অনুষ্ঠান? কেন আপনি সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করার ইচ্ছাকৃত উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছড়াচ্ছিলেন? শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দুই ধর্মের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছেন? এটাই আপনার জন্য বুমেরাং হবে।”
আরও পড়ুনঃ Eid al-Fitr: সম্প্রীতির বার্তা দিয়ে ইদের শুভেচ্ছা জানালেন মোদী-মমতা-রাহুল সহ রাজনীতিবিদরা
সোমবার বিজেপি ও বামেদের একহাত নেন মমতা। রেড রোডের মঞ্চ থেকে বলেন, “একদল ভেদাভেদের রাজনীতি করে। কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে। কারও কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না। রাম-বাম আমাকে প্রশ্ন করে, আমি হিন্দু কিনা? আমি উত্তর দিয়েছি, আমি হিন্দু, মুসলিম, শিখ ও দিনশেষে ভারতীয়। এরা কী চায়? শুধু বিভাজনের রাজনীতি করে। আমি নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি।” মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, “আমি স্বামী বিবেকানন্দের ধর্ম পালন করি, রামকৃষ্ণের ধর্ম পালন করি। কিন্তু ওরা যে ধর্মটা বানিয়েছে ওটা আমি মান্যতা দিই না। ওটা হিন্দু ধর্ম-বিরোধীও।” ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই মন্তব্য রীতিমত রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। শুভেন্দু-মমতার (Suvendu on Mamata) এই লড়াই কোন দিকে মোড় নেবে এটাই দেখার।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/