Shane Warne : বারেবারে জড়িয়েছেন যৌন বিতর্কে, ওয়ার্নের রহস্যময় মৃত্যু খুঁড়ছে অতীতের কবর

আন্তর্জাতিক ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: পাক্কা ৩ বছর পর নতুন করে রহস্যের দানা বাঁধছে শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যু ঘিরে। ২০২২ সালের মার্চ মাসে প্রয়াত হন স্পিনের জাদুকর। তাইল্যান্ডের (Thailand) কো সামুইয়ে মাত্র ৫২ বছর বয়সেই ছেদ পড়ে তাঁর জীবনের ইনিংসে।‌ এই খবরে গোটা বিশ্ব কার্যত হতভম্ব হয়ে গেলেও তখন কে জানত যে, ৩ বছর পর অতীতের কবর খুঁড়ে নয়া রহস্যের মোড়কে ফের বেরিয়ে আসবে ওয়ার্নের মৃত্যু?

আরও পড়ুনঃ MI vs KKR: ইডেন পিচ বিতর্কে এবার মুখ খুললেন নাইটদের হেডস্যার

একদিকে ২২ গজে যেমন ছিলেন অপ্রতিরোধ্য। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও কম বর্ণময় চরিত্র ছিলেন না শেন ওয়ার্ন (Shane Warne)। ‘বিতর্ক’— এই শব্দটি যেন তৈরি হয়েছিল তাঁর জন্যই।‌ হয়ত কাকতালীয়ভাবেই অজি কিংবদন্তির মৃত্যুও জন্ম দিয়ে গেল এক বিতর্কের। তাও কি না ৩ বছর কেটে যাওয়ার পর। সেই সময় জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওয়ার্নের। আর এবারে খবর, হোটেলের যে ঘরে কিংবদন্তি স্পিনারের দেহ উদ্ধার হয় সেখানে ছিল ‘কামাগ্রা’ নামের যৌনবর্ধক ওষুধের বোতল। যা সরিয়ে ফেলে পুলিশ।

কেন সরিয়ে ফেলা হয়েছিল এই বোতল, তা নিয়েই ঘনাচ্ছে রহস্য। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক তদন্তকারী অফিসারের দাবি, ওপর মহলের নির্দেশেই এই বোতল সরিয়ে ফেলা হয়। সুতরাং এই প্রশ্ন এই মুহূর্তে মোটেই অমূলক নয় যে যৌনবর্ধক ওষুধের কারণেই ওয়ার্ন (Shane Warne) হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কি না। উক্ত অফিসারের কথায়, এটি এখনও একটি স্পর্শকাতর বিষয়। অনেকের হাত রয়েছে এর নেপথ্যে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আসলে নিজের সারা জীবনে ওয়ার্ন নিজেই এত বিতর্কের জন্ম দিয়ে গিয়েছেন যে তাঁর মৃত্যুও যে বিতর্কিত হবে তাতে আর আশ্চর্য কী? ২০০৬ সালে অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) হয়ে আন্তর্জাতিক কেরিয়ার যখন প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে, সেইসময় একটি ভাইরাল ভিডিও ঝড় তুলেছিল ক্রিকেট দুনিয়ায়। এই ভিডিওতে দুই ব্রিটিশ মডেলের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতে দেখা গিয়েছিল ওয়ার্নকে। এরপর ২০১৯ সালে একসঙ্গে ৩ জনের সঙ্গে যৌন সংসর্গ করেছিলেন ওয়ার্ন। স্বাভাবিকভাবেই ৫২ বছর বয়সে প্রয়াত ওয়ার্নের ঘর থেকে যৌনক্ষমতা বর্ধক ওষুধ পাওয়া গেলে তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।