নিউজ পোল ব্যুরো: মহাকুম্ভের ভাইরাল কন্যা নীলনয়না মোনালিসার কথা আপনাদের মনে আছে? যার (Monalisa) পরিচিতি বদলে দিয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র (Sanoj Mishra)। মোনালিসাকে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ (The Diary of Manipur) ছবিতে অভিনয়ের (Acting) সুযোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে এবার সেই পরিচালকের নাম জড়ালো চাঞ্চল্যকর এক অপরাধে।
আরও পড়ুন: Malaika Arora: সইফের পর মালাইকার বাড়িতে অচেনা আততায়ী!
উত্তরপ্রদেশের (Uttarpradesh) ঝাঁসিতে (Jhansi) এক ২৮ বছর বয়সী তরুণীকে ধর্ষণের (Rape) অভিযোগে পরিচালক সনোজ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার (Victim) দাবি, সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সনোজ (Sanoj Mishra) তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন।
পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে সনোজের (Sanoj Mishra) সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। এরপর একদিন পরিচালক তাঁকে একটি রিসর্টে ডেকে নিয়ে যান এবং মাদক (Drugs) খাইয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে হুমকি দেন, যদি তিনি মুখ খোলেন, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কোনও কাজ পাবেন না।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের দাবি, সনোজ মিশ্রের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছিল। এবার যথেষ্ট প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) পরিচালকের জামিনের আবেদন খারিজ করে জানিয়েছে যে, মামলাটি গুরুতর এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হবে।
এই ঘটনায় বলিউড(Bollywood) এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিতর্ক আবারও সামনে উঠে এসেছে। বহু অভিনেত্রী আগেও এমন অভিযোগ এনেছেন, যেখানে নতুন প্রতিভাদের কাজ দেওয়ার নামে নির্যাতন করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সনোজ মিশ্র যেই ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার জন্য মোনালিসাকে অফার দিয়েছিলেন, সেটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই খবর শুনে মোনালিসার অনুরাগীরাও হতাশ। ফিল্ম দুনিয়ায় এমন ঘটনা নতুন নয়, তবে পরিচালকের গ্রেফতার হওয়া নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।