Arjun Singh : জগদ্দল কাণ্ডে নয়া মোড়, অর্জুন সিংয়ের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা

breakingnews অপরাধ জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো : গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হল বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে। গত বুধবার রাতে জগদ্দলের (Jagatdal) মেঘনা জুটমিলের শ্রমিকদের দুটি গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভাটপাড়ায় (Bhatpara)। এই ঘটনায় সরাসরি অভিযুক্ত করা হয় অর্জুন সিংকে। তাঁকে থানায় হাজিরা দিতে তিনবার নোটিশ দিয়েছিল পুলিশ। সেই নোটিশ অমান্য করায় মঙ্গলবার প্রাক্তন সাংসদের নামে গ্রেফতারির পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর এসিজেএম আদালত (Barrackpore ACJM Court)।

আরও পড়ুনঃ Ram Navami : রাম নবমীতে রাত পাহারা দেবে SFI

গত বুধবার রাতে মেঘনা জুটমিলের শ্রমিকদের দুটি গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। এই সময় এখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরপর খবর পেয়ে অর্জুন সিংও (Arjun Singh) তাঁর দলবল নিয়ে সেখানে পৌঁছন। অভিযোগ, বচসা চরমে উঠতেই অর্জুনকে লক্ষ্য গুলি চালায় নমিতেরই এক অনুগামী। গুলি যদিও অর্জুনের গায়ে লাগেনি। এরপর নমিত আর তার অনুগামীদের তাড়া করে অর্জুন আর দলবল।

Arjun Singh

এই সময় একাধিক গুলি চলার অভিযোগ উঠেছে। এমনকি বোমা মারা হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় আহত হয় নমিত সিংয়ের এক অনুগামী। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, গুলি চালিয়েছেন অর্জুন সিং নিজে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে অর্জুন সিংকে (Arjun Singh) লিখিত নোটিশ পাঠায় জগদ্দল থানার পুলিশ। সকাল ১০ টার সময় থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়।

কিন্তু পুলিশের নির্দেশ মানেননি অর্জুন সিং (Arjun Singh)। বুধবার রাতেই তিনি পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন নমিত সিং, সাদ্দাম হোসেন, প্রেম-সহ একাধিকজনের নামে। নমিত সিংয়ের নেতৃত্বে এলাকা অশান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। বলেন, “আমাকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। পুলিশের সামনেই বোমা গুলি চলল। পুলিশ আমাকেই নোটিশ পাঠাচ্ছে। পুলিশ মমতা ব্যানার্জির দলদাস হয়ে কাজ করছে। আমি চাই পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে প্রকাশ করুক।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এতেই থেমে থাকেননি অর্জুন। গ্রেফতারি পরোয়ানা এড়াতে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে খুন করা হতে পারে। এদিকে এরই মধ্যে অর্জুন সিংয়ের নামে জারি করল ব্যারাকপুর আদালত। বিজেপি নেতা নিজেই জানিয়েছেন যে তাঁর নামে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে।