নিউজ পোল ব্যুরো: ভিনরাজ্য থেকে কলকাতায় আনা হয়েছিল কিছু ওষুধ (Medicine)। কিন্তু ওষুধের মান পরীক্ষা করা হলে তা ব্যর্থ হয়। যার মধ্যে যৌন ক্ষমতাবর্ধক আয়ুর্বেদিক ক্যাপসুলও (Ayurvedic Capsule) রয়েছে। ড্রাগ কন্ট্রোল বোর্ড (Drug Control Board) এই ক্যাপসুলগুলির উপর সন্দেহ প্রকাশ করে এবং ইতিমধ্যে সেগুলি বাজেয়াপ্ত করেছে। সংশ্লিষ্ট দুটি ব্যাচ নম্বর—EAHC24021 এবং EAHC24020—বর্তমানে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে। এই আয়ুর্বেদিক ওষুধগুলো গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad) তৈরি হয়েছে। এতে যথাযথ মান ও নিরাপত্তা পরীক্ষার অভাবের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: Medicine Price Hike: ১ এপ্রিল থেকেই অপরিহার্য্য ওষুধের দাম বৃদ্ধি, জানাল সরকার
আহমেদাবাদের (Ahmedabad) কাঠওয়াড়া অঞ্চলে তৈরি এই যৌন ক্ষমতা বৃদ্ধিকারী ক্যাপসুলের (Medicine) বিষয়ে অনেক প্রশ্ন উঠেছে। চিকিৎসকরা বলছেন, কিছু কোম্পানি এই ধরনের ওষুধ (Medicine) বাজারে আনে যা যৌন ক্ষমতা বাড়ানোর দাবি করে। কিন্তু বাস্তবে অনেক সময়ই এগুলো কাজ করে না। অনেক ক্ষেত্রে, মানসিক বা শারীরিক সমস্যার কারণে এমন অবস্থা হতে পারে বলেও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এছাড়া, কিছু ফিনাইলের বাক্সও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। যেগুলোর জীবাণুমুক্ত উপাদান ছিল না। ড্রাগ কন্ট্রোল বোর্ড (Drug Control Board) বর্তমানে সেই ফিনাইলের বিক্রির উৎস খুঁজছে। এই ফিনাইলের উৎপাদন ওড়িশার ঝাড়সুখদা জেলার বেঙ্গলি পাড়া এলাকার একটি কারখানায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে যে, বাজারে যেসব আয়ুর্বেদিক ওষুধ এবং অন্যান্য চিকিৎসা পণ্য বিক্রি হচ্ছে, তাদের গুণমানের কতটা সঠিক পরীক্ষা হচ্ছে। ড্রাগ কন্ট্রোল বোর্ডের তরফেও জানানো হয়েছে যে, তারা এ ধরনের পণ্যগুলির সঠিক পরীক্ষা ও পর্যবেক্ষণ বাড়ানোর জন্য তৎপর। তবে, এ ধরনের ঘটনা সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তার প্রতি এক গুরুতর সতর্কবার্তা প্রদান করছে।