নিউজ পোল ব্যুরো: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Fire Cracker Factory Blast) ঘটেছিল সোমবার। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা (Patharpratima) থানার দক্ষিণ রায়পুর তিন নম্বর ভেরি এলাকায় ঘটনাটি ঘটে। সেই ঘটনাতেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। মঙ্গলবার এসএসকেএম-এ একজন আহতের মৃত্যু হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে একাধিক প্রশ্ন।ইতিমধ্যেই পাথরপ্রতিমার ঘটনায় জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন।
সোমবার দুর্ঘটনার পরেই ৪ শিশু সহ ৭ জনের মৃত্যু হয়। এক মহিলাকে রাতেই নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার সকালে সেই মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বাসন্তী পুজোর জন্য বাজি তৈরি হচ্ছিল। সেই সময়েই রাত সাড়ে ন’টা নাগাদ হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দ পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই শুরুতে আগুন নেভাতে শুরু করেন। সূত্রের খবর আগুন লাগার পরেই ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারও বিস্ফোরণ হয়। এতেই আগুন দাউ দাউ করে বাড়ি গ্রাস করে নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দুর্ঘটনার সময়ে বাড়ির মধ্যে শিশুরা ঘুমাচ্ছিলেন। ছিলেন বাড়ির মহিলারাও। আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে বাড়ির মধ্যে থেকে কেউ বের হয়ে আসতে পারেননি। বিস্ফোরণে বাড়ির কর্তা-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। বাড়িতেই বিপুল পরিমাণে বাজি মজুত ছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ Delhi News: কিশোরের হাতে স্টিয়ারিং, প্রাণ কাড়ল শিশুর
এই ঘটনায় আটক করা হয়েছে কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে। স্থানীয়রা বাজি কারখানার লাইসেন্স নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি তারা এটাও দাবি করেছে যে এই বাজি কারখানা নিয়ে পুলিশ ও স্থানীয় বিধায়করা সবটাই জানত। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে পুলিশকেও টাকা দেওয়া হত। ২০২৪ সালের ডিসেম্বরে এই রকমই একটি ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছিল। পর পর এই বাজি কারখানায় বিস্ফোরণের (Fire Cracker Factory Blast) ঘটনা নিয়ে স্থানীয়রা নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT