Ghibli Image: এবার ফ্রিতে বানান গিবলি ইমেজ, ঘোষণা করল OpenAI

অফবিট প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় (social media) এখন একটাই ট্রেন্ড—গিবলি (Ghibli Image) স্টাইল AI ইমেজ। আট থেকে আশি, সবাই নিজেদের ছবি স্টুডিও গিবলি (Ghibli Image) -এর জাদুকরী অ্যানিমেশন স্টাইলে রূপান্তর করছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে এই নস্টালজিক ও শিল্পসমৃদ্ধ স্টাইলের কার্টুন ছবি। জনপ্রিয় এই ট্রেন্ডকে আরও বেগবান করতে বড় ঘোষণা করল ওপেনএআই (OpenAI)। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান (Sam Altman) ঘোষণা করেছেন যে, এখন থেকে গিবলি স্টাইল AI ইমেজ জেনারেশন টুল ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে ।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/04/01/ghibli-image-behind-the-trend/

এতদিন পর্যন্ত ব্যবহারকারীরা ফ্রি ভার্সনে মাত্র তিনটি Ghibli-style ছবি বানানোর সুযোগ পেতেন। পাশাপাশি, প্রতিটি ছবির মধ্যে অন্তত আট মিনিটের বিরতি রাখা বাধ্যতামূলক ছিল। তবে প্রিমিয়াম ব্যবহারকারীরা এই সীমাবদ্ধতার বাইরে ছিলেন। এবার সেই নিয়মে বড় পরিবর্তন আনা হলো। এখন থেকে সব ব্যবহারকারীই (users) যত খুশি গিবলি- স্টাইল ছবি তৈরি করতে পারবেন, কোনো প্রকার বাধা ছাড়াই! এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে গিবলি- স্টাইল ডিজিটাল আর্ট। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই নিজেদের ছবি Ghibli avatar-এ রূপান্তর করছেন।

এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গিবলি-স্টাইল ছবি নিজেই শেয়ার করেছেন ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান তাঁর X (Twitter) হ্যান্ডেলে। এই ট্রেন্ডে পিছিয়ে নেই হলিউড ও বলিউড তারকারাও। অনেক তারকা ও জনপ্রিয় ব্যক্তিত্ব তাঁদের নিজস্ব গিবলি অবতার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। OpenAI-এর এই নতুন সিদ্ধান্তের ফলে AI ইমেজ জেনারেশন-এর দুনিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচিত হল। এখন আরও বেশি মানুষ সম্পূর্ণ বিনামূল্যে (free AI art) গিবলি-স্টাইল ডিজিটাল আর্ট তৈরি করতে পারবেন।

কীভাবে বানাবেন ফ্রী গিবলি-স্টাইল AI ইমেজ

১: OpenAI-এর ওয়েবসাইটে (openai.com) লগ ইন করুন। প্রথমেই ওপেনএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে নতুন করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।

২: নিউ চ্যাট অপশনে (New Chat) ক্লিক করুন।
ওপেনএআই-এর মেনুতে গিয়ে ‘New Chat’ অপশনটি নির্বাচন করুন।

৩: সঠিক ইমেজ প্রম্পট (image prompt) লিখুন
এবার আপনার কাঙ্ক্ষিত Ghibli-style AI image বানানোর জন্য একটি নির্দিষ্ট ও সঠিক প্রম্পট লিখতে হবে।

৪: এন্টার চাপুন ও ছবি তৈরি করুন।
প্রম্পট লেখার পর এন্টার চাপুন, আর কিছুক্ষণের মধ্যেই AI-generated Ghibli-style image তৈরি হয়ে যাবে।

৫: ছবি ডাউনলোড করুন। আপনার তৈরি করা Ghibli-style ছবি সেভ করুন ও আপনার ডিভাইসে (device) ডাউনলোড করুন। এরপর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আপনার বন্ধুদের দেখান!

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/w9QAWW8L5jA?si=9d28BIeIxicytXTz

আপনিও কি Ghibli-style AI image তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান? তাহলে আর দেরি না করে OpenAI-এর এই নতুন সুবিধাটি উপভোগ করুন!