Gangarampur: রাস্তা ভাসছে জলে অথচ পানীয় জলের হাহাকার,সমস্যা কোথায়?

জেলা

নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মের শুরুতেই পানীয় জলের সঙ্কট দেখা দিচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে (Gangarampur)। ওই শহরের বিভিন্ন ওয়ার্ডের পানীয় জল সরবরাহের লাইনে ট্যাপ না থাকায় ব্যাপক জল অপচয় (water wastage) হচ্ছে। রাস্তার পাশে খোলা পাইপলাইন (pipeline) থেকে জল গড়িয়ে পড়ছে, ফলে পানীয় জল নষ্ট হয়ে যাচ্ছে।

অন্যদিকে, শহরের বেশ কিছু এলাকায় জলসংকট (water crisis) দেখা দিয়েছে। বাসিন্দারা পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে কিনে জল খেতে হচ্ছে। যা শহরের সাধারণ মানুষের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার (municipality) তরফ থেকে বিভিন্ন জায়গায় ট্যাপ বসানো হলেও সেগুলি চুরি (theft) হয়ে যাচ্ছে। এই কারণে জল সরবরাহের লাইনে খোলা মুখ থেকে অনবরত জল বেরিয়ে আসছে। পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস জানিয়েছেন, ‘প্রতিদিন ট্যাপ মেরামত ও নতুন ট্যাপ বসানোর কাজ করা হলেও কোনো সমাধান হচ্ছে না। কেউ না কেউ এগুলো খুলে দিচ্ছে বা চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে’।

আরও পড়ুন :http://Yogi Adityanath: মোদীর পর প্রধানমন্ত্রী হবেন? নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন যোগী

এলাকার বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধান চান। তাদের মতে, যদি দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে শহরে জল সংকট আরও তীব্র হবে। একই সঙ্গে পানীয় জলের অপচয়ও চলতে থাকবে, যা ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

গঙ্গারামপুরের এই পানীয় জল অপচয় ও সংকটের সমস্যার সমাধানে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল –

  1. চুরি রোধের জন্য সাধারণ ট্যাপের বদলে লৌহ বা স্টিলের ট্যাপ ব্যবহার করা যেতে পারে, যা ভাঙা বা চুরি করা কঠিন হবে।
  2. যে সমস্ত এলাকায় নিয়মিত ট্যাপ চুরি হচ্ছে, সেখানে নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি বসানো যেতে পারে।
  3. যারা ট্যাপ চুরি করছে বা ইচ্ছাকৃতভাবে খুলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।
  4. বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি। জল অপচয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচার চালানো দরকার।
  5. নির্দিষ্ট কিছু এলাকায় প্রিপেইড ওয়াটার মিটার (Prepaid Water Meter) চালু করা যেতে পারে, যাতে প্রতিটি বাড়ি নির্দিষ্ট পরিমাণ জল ব্যবহার করতে পারে এবং অপচয় কম হয়।

শহরের জল সংরক্ষণ (water conservation) নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। গঙ্গারামপুরের (Gangarampur) বাসিন্দাদের মনে করেন, পৌরসভা দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, যাতে পানীয় জলের অপচয় বন্ধ হয় এবং শহরের জল সংকট কমে আসে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT