নিউজ পোল ব্যুরো: ঘাটালবাসীর বহুদিনের স্বপ্ন এবার বাস্তবায়নের দোরগোড়ায়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘাটাল মাস্টারপ্ল্যান (MasterPlan) বাস্তবায়নের কাজ শুরু হতে চলেছে। দফায় দফায় বৈঠক চলছে, প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। সাংসদ দেব (MP Dev)-এর দীর্ঘদিনের দাবি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে এখন জোরকদমে চলছে কাজ। তবে প্রকল্প বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জমি অধিগ্রহণ (Land Acquisition)।
প্রসঙ্গত, ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা (Tuhinkanti Bera) এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন। মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য নিজের তিনতলা বাড়ি ছেড়ে দিতে রাজি হয়েছেন তিনি। তার বক্তব্য, “তিল তিল করে ১০ বছর ধরে বাড়ি বানিয়েছি। কিন্তু ঘাটালের মানুষকে বন্যার (Flood Problem) হাত থেকে বাঁচাতে হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। তাই আমি আমার বাড়ি ছেড়ে দিতে প্রস্তুত।” তার এই সিদ্ধান্ত এরইমধ্যেই ঘাটালের মানুষজনের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

উল্লেখ্য, মাস্টারপ্ল্যানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল শিলাবতী নদীর (Silabati River) তীরে উন্নয়নমূলক কাজ করা এবং শহরের জলাবদ্ধতার সমস্যা সমাধান করা। প্রকল্পের অধীনে শিলাবতী নদীর পশ্চিম পাড় বরাবর ঘাটাল বাজারের (Ghatal Market) দুই পাশে ৬০ ফুট জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই মাপজোক শেষ হয়েছে এবং জমির তালিকাও প্রস্তুত। তবে এই জমি অধিগ্রহণ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে ঘাটাল বাজারের ব্যবসায়ীরা এই প্রকল্পের বিরোধিতা করছেন। তাদের দাবি, বহু বছর ধরে তাঁদের দোকান এই বাজারে রয়েছে। পূর্বপুরুষদের সময় থেকে চলে আসা এই ব্যবসা ছেড়ে দিলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে।
আরও পড়ুন:http://Rose Plant: মরুভূমির গোলাপই বদলে দিল জলন্ধরের জীবন
মাস্টারপ্ল্যানের ( MasterPlan) মূল লক্ষ্য ঘাটালকে বন্যামুক্ত করা। এই লক্ষ্যে শহরের ১২টি ওয়ার্ড (Wards) নিয়ে সার্কিট বাঁধ (Circuit Embankment) তৈরির পরিকল্পনা রয়েছে। শিলাবতী নদীর পশ্চিম পাড় বরাবর রায়ত জমি অধিগ্রহণ করে এই বাঁধ তৈরি করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীদের বোঝাতে বাড়ি বাড়ি প্রচার চালানো হচ্ছে। সরকারি আধিকারিকরা সরেজমিনে গিয়ে জমির মালিকদের সঙ্গে আলোচনাও করছেন। যদিও ঘাটালের অনেক বাসিন্দা প্রকল্প বাস্তবায়নের পক্ষে, তবুও জমি অধিগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিরোধিতা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। তবে এই বিরোধিতার জেরে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হয় কি না, সেটাই এখন দেখার বিষয়। ঘাটালবাসীর স্বপ্ন সত্যি হতে চলেছে, তবে তার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হবে, সেটাই বড় প্রশ্ন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT