নিউজ পোল ব্যুরো: নেটদুনিয়ায় প্রবল ট্রেন্ডস এখন গিবলি (Gibli Image)। কিন্তু এর নেপথ্যের নায়ককে অনেকেই জানতে চাইছেন। সেই নায়ককে নিয়েই আমাদের এই প্রতিবেদন।

গিবলি ঝড়ে কার্যত নাজেহাল OpenAI-এর কর্মীরা। মুহূর্মুহু অনুরোধ আসছে, যেন বিশ্রামের এক মুহূর্তও নেই! সংস্থার কর্ণধার স্যাম অল্টম্যান (Sam Altman) শেষমেশ টুইটারে (Twitter/X) কাতর অনুরোধ করেছেন, ‘‘ওঁদের (OpenAI) কর্মীদের ঘুমোতে দিন।’’এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI)-নির্ভর প্রযুক্তির জনপ্রিয়তা যেমন তুঙ্গে, তেমনই এটি প্রযুক্তি সংস্থাগুলোর ওপর চাপও সৃষ্টি করছে। OpenAI-এর কর্মীরা দিনরাত পরিশ্রম করে ব্যবহারকারীদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন, কিন্তু চাহিদার গতি এতটাই দ্রুত যে তাঁদের বিশ্রাম নেওয়ারও সুযোগ নেই।

আরও পড়ুনঃ http://Ghibli Image: এবার ফ্রিতে বানান গিবলি ইমেজ, ঘোষণা করল OpenAI
নতুন প্রযুক্তির ছোঁয়ায় ডিজিটাল দুনিয়া প্রতিনিয়ত বদলাচ্ছে, আর তার সর্বশেষ উদাহরণ হয়ে উঠেছে ‘গিবলি’ (Ghibli) স্টাইলের কার্টুন তৈরি করার নতুন ট্রেন্ড। গিবলির (Ghibli) পেছনের মূল পরিকল্পনাকারী হল একটি জাপানি অ্যানিমেশন স্টুডিও। এর মূল অনুপ্রেরণা হিসেবে জাপানি অ্যানিমেশন লিজেন্ড হায়াও মিয়াজ়াকি (Hayao Miyazaki)-র নাম উল্লেখযোগ্য। তিনি জাপানের অন্যতম খ্যাতিমান অ্যানিমেটর, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক, যিনি Studio Ghibli প্রতিষ্ঠা করে বিশ্বের প্রতিটি কোণায় কোণায় সোশ্যাল মিডিয়ার এখন ‘জিবলি’ স্টাইলের ছবি ট্রেন্ড। কেউ গাছের আড়ালে দাঁড়িয়ে তোলা ছবি পাঠাচ্ছেন, কেউবা পুকুরপাড়ে বা পাহাড়ের কিনারায় তোলা নিজস্বী (selfie) কার্টুনে রূপান্তরিত করছেন। শুধু সাধারণ মানুষই নন, সেলিব্রিটিদের ছবি নিয়েও চলছে ধুম। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), লিয়োনেল মেসি (Lionel Messi), ইলন মাস্ক (Elon Musk), নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেউই বাদ যাননি। তাঁদের ছবিও ‘গিবলি’ স্টাইলের ডিজিটাল আর্টে (digital art) দেখা গেল ।

“গিবলি” (Gibli Image) নামটি মিয়াজাকি ইতালীয়। যা ইতালির সাহারান স্কাউটিং প্লেন ক্যাপ্রোনি Ca.309 এর ডাকনাম, যা লিবিয়ান আরবি নামটির ইতালীয়করণ থেকে উদ্ভূত হয়েছে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/w9QAWW8L5jA?si=9d28BIeIxicytXTz