Google: গুগল ম্যাপে টাইম ট্রাভেল! এই নতুন ফিচারে অবাক হবেন আপনিও

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: সময় ভ্রমণ (Time Travel)—এই ধারণাটি মানব সভ্যতার কল্পনাশক্তিকে বহুদিন ধরেই মোহিত করে রেখেছে। যদি সত্যি সত্যি এমন একটা যন্ত্র থাকত, যার মাধ্যমে অতীতে ফিরে যাওয়া যেত, তাহলে কেমন হতো? আপনি হয়তো সম্রাট আকবরের দরবারে ঢুঁ মেরে আসতেন, কিংবা মিশরের বিস্ময়কর পিরামিড তৈরির দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করতেন! তবে এখনো এই ধারণাটি কেবলই সায়েন্স ফিকশনের (Science Fiction) জগতেই সীমাবদ্ধ। কিন্তু টেক জায়ান্ট (Tech Giant) গুগল (Google) এক নতুন সুযোগ নিয়ে হাজির হয়েছে, যা আপনাকে অতীতে হাঁটার এক অনন্য অভিজ্ঞতা দেবে। গুগল তাদের জনপ্রিয় ম্যাপিং সার্ভিস (Mapping Service) ‘গুগল ম্যাপ’ (Google Maps) এবং ‘গুগল আর্থ’ (Google Earth)-এ এক অভিনব ফিচার (Feature) যুক্ত করেছে, যার মাধ্যমে আপনি সহজেই অতীতের দৃশ্যপট দেখতে পারবেন। নতুন এই ফিচারের সাহায্যে আপনি জানতে পারবেন, আপনার পছন্দের স্থান কয়েক দশক আগে কেমন ছিল।

আরও পড়ুন:- Plastic: প্লাস্টিক দূষণে জাপানের যুগান্তকারী অবদান

এর জন্য আপনাকে গুগল (Google) ম্যাপ বা গুগল আর্থ খুলতে হবে এবং কাঙ্ক্ষিত লোকেশন (Location) সার্চ করতে হবে। এরপর ‘লেয়ার’ (Layer) অপশনে গিয়ে ‘টাইম ল্যাপ্স’ (Time Lapse) সিলেক্ট করলেই অতীতের সেই স্থানের ছবি চোখের সামনে ফুটে উঠবে। এই পদ্ধতিতে ১৯৩০ সালের বার্লিন (Berlin), লন্ডন (London) কিংবা প্যারিস (Paris) শহর কেমন ছিল, তা অনায়াসেই দেখা যাবে! শুধু টাইম ল্যাপ্সই নয়, গুগল তাদের ‘স্ট্রিট ভিউ’ (Street View) ফিচারেও নতুনত্ব এনেছে। গুগলের গাড়ি ও ট্র্যাকার (Tracker)-এর মাধ্যমে তোলা অসংখ্য ছবি সংযুক্ত করা হয়েছে এতে। ফলে ২৮০ বিলিয়নেরও বেশি ছবি (Images) সংযোজন করা হয়েছে, যা ভার্চুয়াল এক্সপ্লোরেশন (Virtual Exploration)-এর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। এখন ব্যবহারকারীরা কোনও স্থান আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন, যেন তারা বাস্তবেই সেখানে উপস্থিত!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

গুগল ম্যাপের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। অনেকে ভ্রমণের সময় গুগল ম্যাপকে সম্পূর্ণরূপে নির্ভরযোগ্য পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করেন। কিন্তু অনেক সময় এর কারণে বিপত্তিও ঘটেছে। সম্প্রতি ভারতের গ্রেটার নয়ডায় (Greater Noida) এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে এক তরুণ গুগল ম্যাপের দেখানো পথ অনুসরণ করতে গিয়ে ৩০ ফুট গভীর নর্দমায় পড়ে যান এবং তার মৃত্যু হয়। গুগল এই ধরনের দুর্ঘটনা এড়াতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও উন্নতমানের নেভিগেশন (Navigation) প্রযুক্তি সংযোজনের মাধ্যমে তারা ব্যবহারকারীদের জন্য আরও নির্ভরযোগ্য সেবা দিতে চায়।

গুগলের (Google) এই নতুন ফিচার আমাদের প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করে তোলে। যদি একদিন সত্যিই আমরা কল্পবিজ্ঞানের মতো বাস্তব সময়ভ্রমণ করতে পারি, তবে তা হবে এক যুগান্তকারী আবিষ্কার। তবে আপাতত গুগল ম্যাপ ও গুগল আর্থের এই টাইম ল্যাপ্স প্রযুক্তিই আমাদের অতীতের দরজায় উঁকি দেওয়ার সুযোগ দিচ্ছে। আপনি কি ইতিমধ্যে এই ফিচার ব্যবহার করেছেন? কোন শহরের অতীত দেখতে সবচেয়ে বেশি আগ্রহী?