BJP Protest: হিরণ্ময় গোস্বামীর ওপর হামলা, প্রতিবাদে বিজেপি

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরে ধর্মগুরুর ওপর হামলার (Hindu Guru Attack) অভিযোগে বিজেপি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ (BJP Protest)। দাসপুরের (Daspur) এই নৃশংস হামলায় ধর্মগুরু হিরন্ময় গোস্বামীর (Hiranmoy Goswami) ওপর প্রাণঘাতী আক্রমণ চালানো হয়। অভিযোগ, হামলাকারীরা হিরন্ময়ের গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: Dilip Ghosh: মমতার রাজ্যে সংবিধান নেই: দিলীপ ঘোষ

ঘটনায় বিজেপির (BJP Protest) পক্ষ থেকে জানানো হয়েছে যে, সোমবার রাতে দাসপুরের (Daspur) ধরমপুর গ্রামে একটি ভগবত গীতা সংক্রান্ত ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। সেই অনুষ্ঠান শেষে হিরন্ময় গোস্বামী (Hiranmoy Goswami) যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন দুই দুষ্কৃতী হঠাৎ তাঁর ওপর আক্রমণ করে। অভিযোগ সেই সময় হামলাকারীরা হিরন্ময়ের মাথার জটা কাঁচি দিয়ে কেটে দেয় এবং তাঁর গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হিরন্ময় গোস্বামীকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজেপির রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই ঘটনার খবর নিজের সামাজিক মাধ্যমে শেয়ার (Share) করেছেন এবং অভিযোগ করেছেন যে বাংলায় আবারও হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়েছে। তিনি এটিকে একটি পরিকল্পিত হামলা হিসেবে চিহ্নিত করেছেন, যা ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। বিজেপি (BJP) নেতারা এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ (Anxiety) প্রকাশ করেছেন এবং রাজ্যের শাসক দলকে অভিযুক্ত করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিজেপির (BJP) দাবি, এই ধরনের হামলা বাংলার ধর্মীয় সহিষ্ণুতার প্রতি বড়ো আঘাত। তাঁরা সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।