Imran Khan : দুর্নীতির পাশাপাশি মানবদরদী ভাবমূর্তি, জেলে বসেই নোবেল পাবেন ইমরান?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নোবেল পুরস্কার (Nobel Prize) পেতে পারেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (PTI) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান (Imran Khan)। এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য যে সারা বিশ্বের ক’জনের নাম সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ইমরানের নামও। এদিকে উল্লেখযোগ্য বিষয় হল, ইমরানের নাম যখন নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য নরওয়ে নোবেল কমিটিতে মনোনীত করা হচ্ছে তখন তিনি জেলবন্দি। দুর্নীতি এবং গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় সাজা কাটছেন তিনি। ‌

আরও পড়ুনঃ Donald Trump : নিয়ম নেই, তবু ট্রাম্প জানেন কীভাবে তৃতীয়বার রাষ্ট্রপতি হবেন আমেরিকার

তবু এরপরও পাকিস্তানে ইমরান খানের (Imran Khan) অবদান অনস্বীকার্য। ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাটা মোটেই ছিল না সহজ। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি ইমরান বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক। ১৯৯২ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ (World Cup 1992) জয় করে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। ২২ গজকে বিদায় জানানোর পর রাজনীতির ময়দানে পা। তারপর ২০১৮ সালে প্রধানমন্ত্রীর আসনে বসা।

২০২২ নাগাদ ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে অবশ্য একের পর এক অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইমরান (Imran Khan)। জড়িয়েছেন একের পর এক বিতর্কে। তবু দেশে মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অত্যন্ত সচেষ্ট ছিলেন ইমরান। আর সেই অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রচারের চেষ্টার জন্য ইমরানের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

সূত্রের খবর, ‘পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স’ (PWA) নামে একটি সংস্থার তরফে নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের কাছে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইমরান খানের নাম মনোনীত করার আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই ইমরানকে মনোনীত করা হয়েছে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে পার্টিয়েট সেন্ট্রাম জানিয়েছে, “নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার অধিকার রয়েছে এমন সংস্থার সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা গণতন্ত্র ও মানবাধিকার সংক্রান্ত কাজের জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মনোনীত করছি।”