BJP: উত্তরবঙ্গে ভাঙছে পদ্ম শিবির? পদ ছাড়লেন বিজেপি বিধায়ক

জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) শাসক দল তৃণমূলকে (TMC) হারাতে এখন থেকেই মরিয়া। কিন্তু যত সময় যাচ্ছে ততই সামনে আসছে বিজেপির (BJP) গোষ্ঠী দ্বন্দ্ব। এবার কুমারগ্রামের বিজেপি বিধায়ক (BJP) মনোজকুমার ওঁরাও সোশাল মিডিয়ায় পোস্ট করে দলের সব পদ ছাড়লেন। এমনকি দলের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন একরাশ ক্ষোভ। উত্তরবঙ্গ যেখানে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেখানে বিজেপির গোষ্ঠী দ্বন্দের ঘটনার গেরুয়া শিবিরের চাপ বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।

মঙ্গলবার মনোজকুমার ওঁরাও তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রান লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যাক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে।
কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে ।
আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে। এই পরিবেশে দলের কোন দায়িত্বে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো। ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ।” তবে ভোটের আগে বিজেপি বিধায়কের পদ ছাড়া নিয়ে রাজনৈতিক মহলে যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। দলের সমস্ত পদ থেকে অব্যহতি নেওয়ার পর দল ছাড়বেন কি এই নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা সভাপতি নিয়ে বিরোধের জেরে ফেসবুকে এই পোস্ট বলেই সূত্রের খবর।

আরও পড়ুনঃ Yogi Adityanath: মোদীর পর প্রধানমন্ত্রী হবেন? নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন যোগী

রাজনৈতিক মহলের অনেকেই বিজেপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণেই নেপথ্যের কারণ হিসেবে দাবি করছেন। যদিও মনোজকুমার ওঁরাও (BJP MLA) বলেছেন দলের সব পদ ছাড়লেও তিনি বিজেপিতেই থাকবেন। তবে ওয়াকিবহল মহল বলছে এই কথা কতদিন তিনি রাখতে পারেন এটা দেখা কেবল সময়ের অপেক্ষা। অন্যদিকে দলের সমস্ত পদ ছাড়া নিয়ে জেলা বিজেপি কার্যালয়ের সম্পাদক শংকর সিনহা জানান, “উনি স্ত্রীয়ের চিকিৎসার জন্য শিলিগুড়িতে রয়েছেন। ফিরলে জানতে পারব, কেন এমনটা করলেন তিনি। তবে জেলা সভাপতি পদ নিয়ে আমাদের দলের অন্দরে কোনও কোন্দল নেই।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT