নিউজ পোল ব্যুরো: পরিবার বা বন্ধুদের সঙ্গে ট্রেনে ভ্রমণ করা, নিঃসন্দেহে একটি বিশেষ অভিজ্ঞতা। একে অপরের সঙ্গে সময় কাটানোর মজাও আলাদা। তবে, অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সঠিক সময়ে টিকিট (Ticket) না পাওয়ার কারণে ভ্রমণের প্ল্যান ভেস্তে যায়। রেলের (Indian Railways) নিয়ম অনুযায়ী, আপনি যে ক্লাসের টিকিট (Class of Ticket) বুক করবেন, সেই ক্লাসের কোচে (Coach) ভ্রমণ করতে হবে। যদি হঠাৎ করে বন্ধুদের সাথে ভ্রমণের পরিকল্পনা হয়। আর ট্রেনের টিকিট পাওয়া নিয়ে সমস্যা হয়, তখন কী করবেন?

রেলওয়ের নিয়ম অনুযায়ী, যাত্রীকে যে ক্লাসের টিকিট দেওয়া হয়, তাকে সেই ক্লাসের কোচেই ভ্রমণ করতে হবে। যেমন, যদি আপনি সেকেন্ড স্লিপার (Second Sleeper) ক্লাসে টিকিট বুক করেন, তাহলে আপনাকে সেকেন্ড স্লিপার কোচেই ভ্রমণ করতে হবে। রেলওয়ে এমন কোনো ব্যবস্থা রাখে না, যাতে আপনি রিজার্ভেশন ক্লাসের (Reserved Class) টিকিট নিয়ে জেনারেল কোচ (General Coach) বা অন্য কোনো কোচে ভ্রমণ করতে পারেন। তবে, যদি আপনার সঙ্গে কয়েকজন বন্ধু ভ্রমণ করতে চান, এবং হঠাৎ আপনি টিকিট না পেয়ে থাকেন, তখন কী করা উচিত?
আরও পড়ুনঃ Ghibli Image: এবার ফ্রিতে বানান গিবলি ইমেজ, ঘোষণা করল OpenAI

সাধারণত, এই ধরনের টিকিট (Indian Railways) বুকিংয়ের জন্য ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে বুকিং করতে হবে। যদি আপনি যথাসময়ে তৎকাল টিকিট বুক করেন, তাহলে ট্রেনে আপনার জন্য আসন (Seat) পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনি যদি খুবই কম সময়ে ভ্রমণের পরিকল্পনা করেন এবং তৎকাল টিকিট না পান, তাহলে সাধারণ টিকিট (General Ticket) নিয়েও ভ্রমণ করা সম্ভব। এই ক্ষেত্রে, আপনাকে অবশ্যই ট্রেনের জেনারেল কোচ (General Coach) ব্যবহার করতে হবে, যেহেতু এটি তৎকাল বা রিজার্ভেশন কোচের তুলনায় সহজলভ্য। তবে, যদি আপনি সাধারণ টিকিট নিয়ে ভ্রমণ করেন এবং সেখানে কোনো আসন (Seat) না পেয়ে থাকেন, তাহলে টিটিই (TTE) এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/w9QAWW8L5jA?si=9d28BIeIxicytXTz