Kanchan-Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের প্রথম ছবি ঘিরে জল্পনা!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বাংলা টেলিভিশন এবং সিনেমার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Kanchan-Sreemoyee) সম্প্রতি বাবা-মা হয়েছেন। আর তাদের ছোট্ট কন্যা কৃষভি (Krishvi) এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। কাঞ্চন আর শ্রীময়ী তাদের সুখের সংসার নিয়ে প্রায়শই সংবাদ শিরোনামে আসেন। শ্রীময়ী আর কাঞ্চনের প্রথম সন্তানের জন্মের খবরটা আসলেই ছিল একটা চমক। ২০২৪-এর দীপাবলির সময়েই সুখবরটা সবাইকে জানিয়েছিলেন শ্রীময়ী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের পরিবার নিয়ে কৌতূহল বাড়তে থাকে। তবে, এখনও পর্যন্ত ছোট্ট কৃষভির মুখ প্রকাশ্যে আসেনি। শ্রীময়ী ইমোজি দিয়ে মেয়ের ছবি পোস্ট করে একরকম রহস্যই তৈরি করেছিলেন। কিন্তু অবশেষে, ১ এপ্রিল, শ্রীময়ী কাঞ্চন এবং কৃষভির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তবে ছবিটি পোস্ট করার কায়দা এবার একদম আলাদা। এবারের ছবিতে রয়েছে একটি বিশেষ টুইস্ট: জিবলি আর্ট (Jibby Art)।

আরও পড়ুন:- Sourav Ganguly: ‘দাদাগিরি’ ছেড়ে এবার কোথায় সৌরভ?

ছবিটি এসেছে নতুন এক ফর্মেটে, যা সোশ্যাল মিডিয়ায় এখন বেশ জনপ্রিয়—জিবলি আর্ট (Jibby Art)। এই বিশেষ আর্টের সাহায্যে মুখের পরিচয় পুরোপুরি ঢেকে যায়। ফলে, না চিনলে ছবির মধ্যে থাকা কাউকে চেনা কঠিন। শ্রীময়ীও ঠিক এমনই ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। আসলে, জিবলি আর্টের এই নতুন স্টাইলের জনপ্রিয়তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে নিজেদের বা অন্যদের ছবি এই অদ্ভুত আর্টে সাজিয়ে পোস্ট করা হচ্ছে। তাই অনেকেই নিজেদের ছবি ছদ্মবেশে পোস্ট করছেন। শ্রীময়ীও কি এমনই কিছু করতে চেয়েছেন? এক নতুন কৌশলে সকলকে মজা দিলেন?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে এই টুইস্টের পেছনে আরও একটা দারুণ গল্প আছে। ২০২৪ সালের দীপাবলি উৎসবে প্রথমবার মা হওয়ার খবর শেয়ার করেছিলেন শ্রীময়ী। শুরুতে চুপ থাকার পর, তাদের (Kanchan-Sreemoyee) ছবি দেখে সবাই বুঝে গিয়েছিল যে শ্রীময়ী সন্তানের মা হতে চলেছেন। এখন তাদের ছোট্ট কৃষভির ছবি দেখার জন্য নেটিজেনরা অপেক্ষা করে রয়েছেন।