North Dinajpur: নদী না কার্তুজের ভান্ডার? চাঞ্চল্য এলাকায়

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: প্রতিদিনের মত সেদিনও বিকেলে এলাকার কয়েকজন কিশোর ক্রিকেট খেলতে গিয়েছিল। খেলা শেষে তারা দোলঞ্চা নদীতে (Doloncha River) স্নান করতে নামে। আচমকাই পায়ের নিচে শক্ত কোনও বস্তু অনুভব করে তারা। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও, পরে কৌতূহলী হয়ে হাতে তুলে নেয়। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর আশপাশের মানুষদের দেখায়। স্থানীয়রা তা দেখে চমকে ওঠেন। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের খবরগা এলাকায় ঘটনা। কারণ, এটি যে সাধারণ কোনও বস্তু নয়, তা তারা সহজেই বুঝতে পারেন। পরে বুঝতে পারেন এটি আসলে বুলেট (bullet) বা কার্তুজ (cartridge)।

একটি কার্তুজ পাওয়ার পরই শুরু হয় নদীর তলদেশ খোঁজা। এরপর একের পর এক কার্তুজ হাতে আসতে থাকে। স্থানীয়রা দ্রুত বিষয়টি ছড়িয়ে দেন। খবর পেয়ে ইসলামপুর থানার (Islampur Police Station) খবরগা এলাকার বাসিন্দারা নদীতে নেমে খোঁজ শুরু করেন। সোমবার রাত থেকেই নদীর মধ্যে থেকে কার্তুজ বের করার কাজ চলতে থাকে। মঙ্গলবার সকালে পর্যন্ত উদ্ধার হয়েছে ৫০টিরও বেশি কার্তুজ।
এহেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, এই কার্তুজ হয়ত চোরাচালানের (smuggling) কোনও অংশ হতে পারে। কারণ, ইসলামপুর থেকে বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border) মাত্র পাঁচ কিলোমিটার দূরে। ফলে সীমান্ত পারাপারের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃhttp://Patharpratima Blast: বাজি বিস্ফোরণে মৃত বেড়ে ৮, রিপোর্ট তলব নবান্নের

খবর পেয়ে, ইসলামপুর (North Dinajpur) থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টির তদন্ত শুরু করেন। পুলিশ জানায়, নদীর গভীরে আরও কার্তুজ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে আতঙ্কিত। নদীতে হাঁটু সমান জল থাকায়, হাত দিলেই তলা থেকে কার্তুজ উঠে আসছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছেন এবং এই কার্তুজের উৎস কোথায়, তা জানার চেষ্টা করছে। পাশাপাশি, এটি কোনও চোরাচালানের অংশ কিনা, সীমান্ত এলাকায় কোনও অবৈধ অস্ত্র ব্যবসার (illegal arms trade) যোগ রয়েছে কিনা, সেই দিকেও নজর দিচ্ছে তদন্তকারী দল।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT