বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে ধানখেতে (Paddy Field) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। জেলার বোল্লা গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকাতে আচমকাই ২০-২২ বিঘা জমির ফসল দাউ দাউ করে জ্বলতে শুরু করে। প্রত্যন্ত এলাকায় হওয়ায় কারণে তাড়াতাড়ি দমকল বাহিনীর (Fire Brigade) পৌঁছানো কঠিন হয়ে পড়ে।পরিস্থিতি বুঝে দ্রুত পদক্ষেপ নেয় পতিরাম থানার পুলিশ। অফিসার ইনচার্জ সৎকার সাঙ্গবোর নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর দমকল বাহিনীও ঘটনাস্থলে এসে পুলিশকে সহায়তা করে।
আশপাশের ঝোপ-ঝাড় ও কাঁচা পাতা ব্যবহার করে বহু চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ জানান, “জমির অবস্থান প্রত্যন্ত হওয়ায় দমকলের পৌঁছানো কঠিন ছিল। তবে পুলিশ ও দমকলের যৌথ প্রচেষ্টায় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।” অফিসার ইনচার্জ সৎকার সাঙ্গবো বলেন, “কৃষকদের জীবন-জীবিকার সঙ্গে এই জমি ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা দমকল বাহিনীর সঙ্গে দ্রুত কাজে ঝাঁপিয়ে পড়ি। অনেকটাই ফসল পুড়ে গেলেও আমরা বড় ক্ষতি রুখতে পেরেছি।”

আরও পড়ুনঃ BJP: উত্তরবঙ্গে ভাঙছে পদ্ম শিবির? পদ ছাড়লেন বিজেপি বিধায়ক
ঘটনা নিয়ে স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সময়মতো পুলিশ ও দমকল না এলে তাদের সম্পূর্ণ ফসল (Paddy Field) ছাই হয়ে যেত। প্রশাসনের এই তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরেছে। অনেকেই বলছেন সঠিক সময় মত পুলিশ ও দমকলবাহিনী না এলে তাঁরা কি করতেন ভেবেই উঠতে পারছেন না। অনেক ক্ষেত্রে যেখানে আগুন লাগলে সময়ে না আসার জন্য দমকল বাহিনী ও পুলিশের উপর স্থানীয়রা ক্ষোভ উগড়ে দেন সেখনে দক্ষিণ দিনাজপুরে দেখা গেল একেবারে অন্য ছবি, সারা বছরের জন্য খেটে তৈরি করা শস্য আগুনের গ্রাস থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য বারেবারে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসী ও কৃষকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT