নিউজ পোল ব্যুরো: এখনও দেশবাসীর মনে ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি টাটকা। সেই আতঙ্কই এবার ফিরল রাজস্থানে। রাজস্থানের (Rajasthan) বেওয়ারে একটি অ্যাসিড কারখানায় বিষাক্ত গ্যাস লিক (Gas Leak) করে কারখানার মালিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক ৪০ জন। আশঙ্কাজনক অবস্থায় ৪০ জনকে হাসপাতালে নয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর রাজস্থানের বেওয়ারে একটি অ্যাসিড কারখানার গুদামের ভেতরে পার্ক করা একটি ট্যাঙ্কার থেকে নাইট্রোজেন গ্যাস লিক হয়ে একজনের মৃত্যু হয়েছে। সেই গ্যাসেই আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার রাত ১০টা নাগাদ বেওয়ার থানার অন্তর্গত বাদিয়া এলাকার সুনীল ট্রেডিং কোম্পানিতে এই ঘটনা ঘটে এবং এতে বেশ কয়েকটি পোষা প্রাণী এবং রাস্তায় থাকা পশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি হলেন কারখানার মালিক সুনীল সিংহল (Sunil Singhal), যিনি সারা রাত ধরে গ্যাস লিকেজ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। এই কাজের সময়েই গ্যাসের প্রভাবে তাঁর মৃত্যু হয়। কারখানার মালিকের স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে আজমিরের একটি হাসপাতালে রেফার করা হলেও বাঁচানো যায়নি। সূত্র মতে, কোম্পানির গুদামে সংরক্ষিত একটি ট্যাঙ্কার থেকে নাইট্রোজেন গ্যাস লিকেজ হয়। লিকেজ (Gas Leak) এতটাই তীব্র ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই গ্যাসটি নিকটবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। যার ফলে বাড়ির ভিতরে থাকা মানুষদের উপর প্রভাব পড়ে। অনেক বাসিন্দার শ্বাসরোধ হওয়ার মত এবং চোখ জ্বালা অনুভব করেন। ৬০ জনেরও বেশি লোককে চিকিৎসার জন্য বেওয়ারের সরকারি ও বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ Fire Cracker Factory Blast: রাজ্যে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত একই পরিবারের ৭ জন
তথ্য পাওয়ার পর, ডিএম, এসপি এবং ফায়ার ব্রিগেডের দল সহ পুলিশ, প্রশাসনিক কর্মকর্তারা রাত ১১টার দিকে গ্যাস লিকেজ (Gas Leak) নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা এড়াতে আশেপাশের এলাকা খালি করে দেয়। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও গ্যাসের প্রভাব কমে গিয়েছে বলে দাবি করা হলেও বাসিন্দাদের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। জেলা কালেক্টর ডঃ মহেন্দ্র খাড়গাওয়াত কারখানাটি সিল করার নির্দেশ দিয়েছেন এবং পুলিশকে অবিলম্বে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ লিকের কারণ তদন্ত করছে এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা রোধে আরও সুরক্ষা ব্যবস্থা মূল্যায়ন করছে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT