নিউজ পোল ব্যুরো: মদের দোকান বন্ধ (Liquor Store) রাখার দাবিতে রাস্তায় নামলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। রামনবমীর (Ram Navami ) দিন শিলিগুড়ি (Siliguri) শহরে মদের দোকান বন্ধ রাখার জন্য সংগঠনটি রাজ্য সরকারের (State Government) কাছে একাধিকবার লিখিত আবেদন করেছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও সদুত্তর না মেলায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা এবার সরাসরি পদক্ষেপ (Steps) নিতে শুরু করেছেন।
আরও পড়ুন: Masterplan : ঘাটালবাসীর স্বপ্ন পূরণে, নিজের বাড়ি ভেঙে দিতে রাজি পুরপ্রধান
রাজ্যজুড়ে রামনবমী (Ram Navami) নিয়ে উত্তেজনা বাড়ছে। কিছু জায়গায় সহিংসতার আশঙ্কাও তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার সাথে পদক্ষেপ নিতে চায় সংগঠনটি। তাদের দাবি, রামনবমীর (Ram Navami) দিন শিলিগুড়ির (Siliguri) সমস্ত মদের দোকান (Liquor Store) এবং পানশালা ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হোক। যদি মদের দোকান খোলা থাকে তাহলে সেই দিন কোনো বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি হতে পারে।

বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রম আদিত্য মন্ডল বলেন, “আমরা আগেই রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়েছি, কিন্তু তারা এখনও কোনও নির্দেশিকা জারি করেনি। এই কারণে আমাদের এই পদক্ষেপ। রামনবমীর দিন যদি মদের দোকান (Liquor Store) খোলা থাকে এবং কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এর পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের ওপর থাকবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
গত দুদিন আগে আবগারি দপ্তরেও স্মারকলিপি জমা দিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে সরকার কোনো সাড়া না দেওয়ায় তারা এবার শিলিগুড়ির সেবক মোড় থেকে ইয়ার ভিউ মোড় পর্যন্ত সমস্ত মদের দোকান ও পানশালায় গিয়ে আগামী ৬ই এপ্রিল মদের দোকান বন্ধ রাখার আবেদন জানিয়ে নোটিস ঝুলিয়ে দেয়।

তাদের দাবি, রামনবমী একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনে মদের দোকান খোলা থাকলে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে। এ কারণে, এই দাবি পূরণের জন্য সংগঠনটি আরো সোচ্চার হয়ে উঠেছে এবং রাজ্য সরকারের প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত তারা তাদের প্রচার অব্যাহত রাখবে।