নিউজ পোল ব্যুরো: রাম নবমী (Ram Navami) নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শহরের দিকে দিকে ছেয়ে গিয়েছে রাম নবমীর পোস্টার এবং হোর্ডিং। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পাশাপাশি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবিও। এদিকে এরই মধ্যে রাম নবমী নিয়ে বড় হুঁশিয়ারি দিল বামেরা। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) তরফে জানানো হয়েছে যে রাম নবমীতে তারা রাত পাহারা দেবে।
আরও পড়ুনঃ Dilip Ghosh:পাথরপ্রতিমায় বিস্ফোরণের নেপথ্যে কি আতঙ্ক ছড়ানোর রাজনীতি? প্রশ্ন দিলীপ ঘোষের
ইতিমধ্যেই প্রশাসনের অনুমতি ছাড়াই রাম নবমীর (Ram Navami) কর্মসূচি ঠিক করে ফেলেছে বঙ্গ বিজেপি (BJP Bengal)। খাস কলকাতাতেই হবে অস্ত্র মিছিল। সব মিলিয়ে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে রাম নবমীতে পাহারার সিদ্ধান্ত নিয়েছে বাম ছাত্র সংগঠন SFI। রাম নবমীকে কেন্দ্র করে যাতে কোনও প্রকারের হিংসা বা সাম্প্রদায়িক অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সম্প্রতি রাম নবমী (Ram Navami) নিয়ে হুঁশিয়ারি শোনা গিয়েছিল ফালাকটার বিজেপি বিধায়কের গলায়। বলেন, “পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে নাকি?” তিনি জানান অস্ত্র মিছিল প্রতিবারের মত এবারও হবে। আর কেউ বা কারা যদি মিছিলে বাধা দিতে আসে তাহলে তার সমুচিত জবাব তারা পেয়ে যাবে। জানা গিয়েছে, রাম নবমীতে উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট ১৬টি মিছিল বের করবে বিজেপি। তাদের সঙ্গে থাকবে বিশ্ব হিন্দু পরিষদও। এদিকে এখনও পর্যন্ত শহরের বুকে রাম নবমীর মিছিলে অনুমতি দেয়নি প্রশাসন।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
ফলে রাম নবমীকে (Ram Navami) কেন্দ্র করে যে অশান্তির আশঙ্কা করছে রাজনৈতিক মহল তা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। এর আগেও বারবার রাম নবমী নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) কথা মাথায় রেখে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ল বামেরাও। এদিকে শাসক তৃণমূলের তরফেও রাম নবমী নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপিকে। তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল দাবি করেন, “রাম নবমীর সঙ্গে রামের কোনও সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে এর আগেও বহুবার রাম নবমী হয়েছে। ধর্ম পালন কীভাবে করতে হয় সেটা বিজেপির থেকে শিখব না।”