নিউজ পোল ব্যুরো: গত শনিবারই গুয়াহাটিতে (Guwahati) খেলোয়াড়দের (Team India) কেন্দ্রীয় চুক্তি বিষয়ক (BCCI Central Contract) মিটিংয়ে বসার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। কিন্তু সেদিন তা হয়নি। তবে খুব শীঘ্রই সেই তালিকা ঘোষণা করতে চলেছে বিসিসিআই। এর মাঝেই এল বড় খবর। প্রথমে মনে করা হয়েছিল গত মরশুমে চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ইশান কিষাণকে (Ishan Kishan) ফেরানো হবে চুক্তির তালিকায়। কিন্তু সূত্রের খবর, শ্রেয়স আইয়ারকে ফেরানো হলেও উইকেটকিপার-ব্যাটার (WK-Batsman) ঈশান কিষাণের এখনই জায়গা হচ্ছে না সেই তালিকায়। কারণ বোর্ডের মতে এখনও চুক্তিতে ফেরার মত কিছু করেননি কিষাণ।
আরও পড়ুন: Shane Warne : বারেবারে জড়িয়েছেন যৌন বিতর্কে, ওয়ার্নের রহস্যময় মৃত্যু খুঁড়ছে অতীতের কবর
শ্রেয়াস আইয়ার এবং ইশান কিষাণ দুজনেই ঘরোয়া ক্রিকেট না খেলায় ২০২৪ সালে বাদ পড়েছিলেন কেন্দ্রীয় চুক্তি (BCCI Central Contract) থেকে। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আমল থেকেই জাতীয় দলের (Indian Cricket Team) খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বোর্ড। গম্ভীর (Gautam Gambhi জমানাতেও যে বিষয়ে জোর দেওয়া হয়েছে। তবে চলতি মরশুমে তাঁরা দুজনেই ঘরোয়া ক্রিকেট (Domestic Cricket) খেলেছেন। যার মধ্যে শ্রেয়স আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে উঠে এসেছেন তিনি। যার ফলে তাঁর কেন্দ্রীয় চুক্তি ফিরে পাওয়া প্রায় নিশ্চিত। বিসিসিআই সূত্রে খবর গ্রেড ‘এ’ ক্যাটাগরিতে (বার্ষিক পাঁচ কোটি) ফেরানো হবে পাঞ্জাব কিংস অধিনায়ককে। অন্যদিকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, “ঈশান কিষাণের সমস্যাগুলি খানিক মিটলেও ওকে এখনও অপেক্ষা করতে হবে। চুক্তিতে ফেরার মত এখনও অনেক পরিশ্রম করতে হবে ওকে।“

তবে কেন্দ্রীয় চুক্তিতে (BCCI Central Contract) মূল লক্ষ্য ছিল রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দিকে। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (2024 T20WC) জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় জানিয়েছেন তিনি তারকা। প্রশ্ন ছিল এরপরেও তাঁদের ‘এ+’ গ্রেডে রাখা হবে কিনা। বোর্ডের অন্দরেই ছিল মতভেদ। কিন্তু সূত্রের খবর, রো-কো জুটিকে বার্ষিক ৭ কোটির চুক্তিতেই রাখা হচ্ছে। তবে জাদেজার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি বোর্ড।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রোহিত এবং কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কিছু প্রশ্ন উঠলেও বিসিসিআই মনে করছে তাঁদের অভিজ্ঞতা দলের জন্য অপরিহার্য। এই দুই জুটির অবসর নিয়ে কিছু জল্পনা উঠলেও তাঁরা দুজনেই স্পষ্ট করেছেন যে এই মুহূর্তে অবসরের কোনও পরিকল্পনা নেই তাঁদের। আর লাল বলের ক্রিকেটে বিসিসিআইয়ের ভাবনায় রয়েছেন তাঁরা। সেই কারণেই চুক্তির (BCCI Central Contract) শীর্ষ ক্যাটাগরিতেই রাখা হচ্ছে তাঁদের। আইপিএলের পরই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-২৭ এর প্রথম সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে লিডসে ২০ জুন থেকে।