Snake Facts: ভারতের কোথায় সবচেয়ে বেশি দেখা মেলে সাপের?

অফবিট

নিউজ পোল ব্যুরো: সাপ! নাম শুনলেই যেন গা শিরশির করে ওঠে। বিশেষ করে আমরা যারা গ্রামে বা শহরের বাইরে থাকি, তাদের জন্য সাপ তো এক প্রকার আতঙ্কের নাম। বিশেষত, সাপের ছোবলে যদি কারও মৃত্যু ঘটে, তখন তো আরও ভয়। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের মানুষও সাপের প্রতি সতর্ক থাকে, বিশেষ করে বর্ষাকালে। কিন্তু, আপনি জানেন কি? (Snake Facts) ভারতের কোথায় সাপের সংখ্যা সবচেয়ে বেশি? শুধু সংখ্যা নয়, কত ধরনের সাপ আছে! এই রাজ্যের নাম কেরালা। ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত কেরালা একদিকে তার সুন্দর উপকূলরেখা আর অন্যদিকে সাপের প্রজাতির জন্য বিখ্যাত। কেরালা যে সাপের রাজ্য, এ কথা সবাই জানে, তবে জানেন কি এখানে সাপের প্রজাতির সংখ্যা প্রায় ৩৫০টিরও বেশি? ভাবুন তো, এটা কত বড় ব্যাপার! সাপের সংখ্যা শুধু অনেকই না, এখানে সাপের প্রজাতিও একের পর এক, যেন সাপের দুনিয়ায় একটা ছোটখাটো কনভেনশন চলছে!

আরও পড়ুন:- Assam: তাঁতির ঘরে সংকট, যন্ত্রের যুগে হারাচ্ছে ঐতিহ্য

কেরালা, ভারতের সবচেয়ে সাপপ্রেমী রাজ্য হলেও, এখানকার সাপেরা একরকম অতিথির মতো বসবাস করে। সারা বছর ধরে লক্ষ লক্ষ পর্যটক কেরালায় বেড়াতে যান। কোথাও না কোথাও তারা সাপের দেখা (Snake Facts) পেয়েই যান। এমন কোনও গ্রাম নেই যেখানে সাপ নেই! আর এই সাপগুলো বেশ থাকার ভালো জায়গাও পেয়ে গিয়েছে। কারণ কেরালার ঘন গাছপালা, আর্দ্র পরিবেশ ও ক্রান্তীয় জলবায়ু তাদের জন্য আদর্শ আবাসস্থল।আরেকটা মজার কথা হলো, সাপের বিচরণ যত বেশি, মানুষেরও ভিড়ও তত বেশি। ভাবুন তো সাপ আর মানুষ— দুটোই একসঙ্গে জায়গা দখল করে আছে! তবে কেরালাবাসী খুব সচেতন। তারা জানে, সাপ আসবেই— এর মানে এই নয় যে সাপকে নিয়ে আতঙ্কিত থাকতে হবে। বরং, তারা সাপের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ রাখেন। কেউ সাপ দেখলে মারার চেষ্টা করেন না। কেরালায় সাপের প্রতি স্নেহের একটা আলাদা জায়গা রয়েছে। আর এজন্যই হয়তো সাপ আর মানুষের মধ্যে সম্পর্কটাও একটু স্বাভাবিক, শান্তিপূর্ণ!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtu.be/w9QAWW8L5jA?si=9d28BIeIxicytXTz

তবে একবার ভাবুন তো, কেরালার মাটিতে এমন অনেক সাপ আছে, যার মধ্যে রয়েছে সাপের রাজা কোবরা, ভয়ংকর ভাইপার আর অন্যান্য প্রজাতি। যখন আমরা কল্পনা করি, সেখানে মানুষ সাপের সঙ্গে যুগ যুগ ধরে একসঙ্গে বাস করছে, তখন মনে হয়, পৃথিবীটা কি তবে সাপদেরই দখলে! (Snake Facts)হয়তো অনেকেই ভাবেন, সাপের ভয়ে দিনরাত কেরালার মানুষ চুপচাপ গাছের নিচে পড়ে থাকেন, কিন্তু বাস্তবতা মোটেই তা নয়। কেরালাবাসীরা সাপের ভয়কে এক ধরনের সহযাত্রী হিসেবে গ্রহণ করেছেন। তাই সাপ, মানুষ— সবাই মিলে একসঙ্গে নির্বিঘ্নে চলছে। সাপের কামড়ের পর চিকিৎসার ব্যবস্থা তো আছেই, পাশাপাশি সচেতনতা প্রচারও করা হয় যেন মানুষ সাপের থেকে সুরক্ষিত থাকে।