National Highway: NHAI-এর নতুন সিদ্ধান্তে বাড়ছে টোল ট্যাক্স! যাতায়াত হবে আরও ব্যয়বহুল

দেশ

নিউজ পোল ব্যুরো: নতুন আর্থিক বছরের প্রথম দিনেই এসেছে একটি দুঃখজনক খবর। আগামী দিনগুলোতে বেড়ে যাবে ন্যাশনাল হাইওয়ে (National Highway) ও এক্সপ্রেসওয়ে টোল ট্যাক্স। অর্থাৎ, এখন থেকে জাতীয় সড়কগুলোতে National Highway) এবং এক্সপ্রেসওয়েগুলোর উপর যানবাহন চলাচল করতে অতিরিক্ত ফি দিতে হবে। দেশজুড়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) প্রায় ৪-৫ শতাংশ পর্যন্ত টোল কর বৃদ্ধি করছে। এই নতুন কর আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: Gujarat Explosion: গুজরাটে বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ!

NHAI এদিন জানিয়েছে, এবার টোল চার্জের পরিবর্তন সারা দেশ জুড়ে দ্রুত বাস্তবায়ন করা হবে। জাতীয় মহাসড়ক মন্ত্রকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন যে, প্রতিটি মহাসড়ক (National Highway) ও এক্সপ্রেসওয়ের জন্য আলাদা আলাদা ভাবে সংশোধিত টোল হার কার্যকর করা হবে। এটি একটি বার্ষিক প্রক্রিয়া। যা প্রতি বছর ১ এপ্রিল থেকে সংশোধিত টোল হার চালু হয়। এই পদক্ষেপটি মূলত পাইকারি মূল্য সূচক (WPI)-ভিত্তিক মুদ্রাস্ফীতির হারের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে করা হয়।

এই টোল ফি বৃদ্ধির ফলে বিশেষত যাঁরা নিয়মিতভাবে জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন, তাঁদের উপর চাপ বাড়বে। বর্তমানে দেশের প্রায় ৮৫৫টি ফি প্লাজা রয়েছে। যার মধ্যে ৬৭৫টি সরকারি অর্থায়নে পরিচালিত এবং ১৮০টি কনসেশন ভিত্তিক টোল প্লাজা রয়েছে। নিয়মিত যাত্রীদের জন্য এটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যারা দৈনন্দিন যাতায়াতে এসব মহাসড়ক ব্যবহার করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এছাড়া, NHAI’র এই সিদ্ধান্তের ফলে মালিকানা এবং পরিবহণ ব্যয়ের উপরও প্রভাব পড়বে। যা পরবর্তী সময়ে পণ্যের দাম বৃদ্ধির কারণ হতে পারে। এর ফলে সাধারন মানুষের চলাফেরায় যে চাপ বাড়বে তা স্পষ্ট। যদিও এই পদক্ষেপটি দেশব্যাপী রাস্তা উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। তবে তা সাধারণ যাত্রীদের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।