নিউজ পোল ব্যুরো: চলছে আইপিএল (IPL 2025)। শুরু থেকেই দারুণ ছন্দে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দুই ম্যাচে দু’পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় (IPL Points Table) শীর্ষে রয়েছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজেও রয়েছেন ফর্মে। প্রথম ম্যাচে (KKR vs RCB) কেকেআরের (KKR) বিরুদ্ধে অপরাজিত ৫৯ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সিএসকের বিরুদ্ধেও (CSK vs RCB) করেন ৩১ রান। ভারতীয় ক্রিকেট অনুরাগীদের (Indian Cricket Fans) আশা আইপিএলের (IPL) আঠারো তম সংস্করণে কাপ উঠবে আঠারো নম্বর জার্সির হাতে। কিন্তু এর মধ্যেই মঙ্গলবার সকালে হঠাৎ একটি খবরে চোখ কপালে ওঠে দেশের ক্রিকেটভক্তদের। তবে কি এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চলেছেন বিরাট কোহলি?
আরও পড়ুন: BCCI Central Contract: প্রত্যাবর্তন আইয়ারের, অপেক্ষা বাড়ল কিষাণের
এদিন অস্ট্রেলিয়ার (Australia) বিগ ব্যাশ (Big Bash) দল সিডনি সিক্সার্সের (Sydney Sixers) তরফ থেকে সমাজ মাধ্যমে পোস্ট করা হয় যে আগামী দু’বছরের জন্য বিরাট কোহলি (Virat Kohli) অজি দলটির হয়ে খেলবেন। যে খবর ঘিরে রীতিমত হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। স্টিভ স্মিথ খেলেন সিডনি সিক্সার্স দলে। আর স্মিথের সঙ্গে কোহলির বন্ধুত্ব সর্বজনবিদিত। তাই কি তিনবারের বিগ ব্যাশ জয়ী দলের নাম লেখাচ্ছেন কোহলি? কমেন্ট বক্স ভরিয়ে তুলতে থাকেন ভক্তরা।
তবে খটকা লাগে একটা বিষয়েই। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুসারে কোন বিদেশী লিগে খেলতে পারেন না ভারতীয় ক্রিকেটাররা। সেখানে ভারতীয় দলের সক্রিয় সদস্য হিসেবে কোহলি (Virat Kohli) খেলবেন বিগ ব্যাশে? এখানেই চালাকিটা ধরতে পারেন ক্রিকেট ভক্তরা। আর তারপর সিডনি সিক্সার্সের তরফ থেকেও কমেন্ট করা হয় ‘এপ্রিল ফুল!’ অর্থাৎ ১ এপ্রিল দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীদের ‘বোকা’ বানানো হয় ফ্র্যাঞ্চাইজিটির তরফে। তবে তারা বিষয়টি স্পষ্ট করার আগেই বুঝে যান অনেকেই এবং তারা কমেন্ট করতে থাকেন ‘ভাল চেষ্টা!’ ‘দারুণ জোক!’ ইত্যাদি লিখে। আবার অনেক বলেন ‘এটা সত্যি হলে ভালই হত!’
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং আরসিবির (RCB) মধ্যে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে বিসিসিআইয়ের পক্ষ থেকে কোহলিকে (Virat Kohli) ‘আইপিএল ১৮’ স্মারক দিয়ে সম্মানিত করা হয়। কোহলির হাতে স্মারক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিনি। আইপিএলের ইতিহাসে তাঁর অবিশ্বাস্য যাত্রাকে স্বীকৃতি জানাতেই এই সম্মান জানানো হয়েছে তাঁকে। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন কিং কোহলি। ২৫৪টি ম্যাচে করেছেন ৮০৯৪ রান। যার মধ্যে রয়েছে আটটি শতরান এবং ৫৬টি অর্ধশতরান। শুধু আইপিএল খেতাব টাই বাকি রয়ে গেছে তাঁর ক্যাবিনেট থেকে। এবার কি মিটবে সেই অপূর্ণতা? সমর্থকরা আশাবাদী!