Koneenica Banerjee: শুটিংয়ের ফাঁকেই এলো মর্মান্তিক সংবাদ!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: নববর্ষের আনন্দ বিষাদে পরিণত হল অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়-র জীবনে (Koneenica Banerjee)। মঙ্গলবার বিকেল পাঁচটায় চিরতরে বিদায় নিলেন তার মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। মাত্র ৬৪ বছর বয়সেই থেমে গেল তার জীবন যাত্রা। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন কনীনিকা। তার কণ্ঠে কেবল একটাই হাহাকার, “আমার সমস্ত শক্তির উৎস আমার মা। তাকেই হারিয়ে ফেললাম। আমার আর কিছুই রইল না।” প্রতিটি মুহূর্তে মাকে স্মরণ করছেন তিনি।

আরও পড়ুন:- Kanchan-Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের প্রথম ছবি ঘিরে জল্পনা!

মঙ্গলবারের সকাল ছিল প্রতিদিনের মতোই। শুটিংয়ে ব্যস্ত ছিলেন কনীনিকা। জি বাংলার-র জনপ্রিয় শো “রান্নাঘর”-এর জন্য চারটি পর্বের শুটিং ছিল তার। তিনটি পর্বের শুটিং শেষ হতেই এল দুঃসংবাদ—মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিন্তু তখনও পেশাদারিত্বের খাতিরে নিজের দায়িত্ব পালন করে চললেন তিনি (Koneenica Banerjee)। শুটিং শেষ করেই ছুটলেন হাসপাতালে, কিন্তু পৌঁছতেই বুঝলেন—সব শেষ! মায়ের নিথর দেহ তাকে জানিয়ে দিল, এবার বাকি জীবনটা মা’কে ছাড়াই তাকে পথ চলতে হবে। এই শোক সামলাতে পারছেন না কনীনিকা। কান্নায় ভেঙে পড়ে বললেন, “কাজের চাপে গত সাত দিন এত ব্যস্ত ছিলাম যে মায়ের কাছে যেতে পারিনি। যদি যেতাম, হয়তো বুঝতে পারতাম, মায়ের যাওয়ার সময় এসে গিয়েছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বৃদ্ধ বয়সের কারণে নানা শারীরিক সমস্যা ছিল কল্পনা দেবীর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাকে দু’টি ভ্যাক্সিন দেওয়া হয়েছিল, কিন্তু তার পরেও কোনও উন্নতি হয়নি। কনীনিকা ও তার পরিবার দক্ষিণ ভারতের (South India)-র একাধিক চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো চিকিৎসকই সঠিকভাবে বোঝাতে পারেননি, তার মা ঠিক কী সমস্যায় ভুগছিলেন। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে বোন ঋত্বিকার সঙ্গে যখন গভীর রাতে বাড়ি ফেরেন কনীনিকা, তখন সময় রাত আড়াইটা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, বুধবার কি শুটিং করবেন তিনি? উত্তর একটাই— না। কনীনিকা জানিয়েছেন, “এই একটি দিন আমি ছুটি নিয়েছি। কিন্তু বৃহস্পতিবার থেকে আবার কাজে ফিরব।” মাকে হারানোর শোক বুকে নিয়েই আবার জীবনযুদ্ধে ফিরতে চান তিনি, (Koneenica Banerjee) কারণ তার মা চাইতেন—তার মেয়ে যেন কখনও নিজের কাজ থেকে পিছিয়ে না যায়।

আরও পড়ুন:- Sourav Ganguly: ‘দাদাগিরি’ ছেড়ে এবার কোথায় সৌরভ?