Apple Health Feature: অ্যাপল হেলথ অ্যাপের নতুন আপডেট

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: প্রতিদিন বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার যা প্রযুক্তি শিল্পে এক বিশাল পরিবর্তন এনেছে। অন্যতম বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ব্যবহার করে তাদের পণ্য ও পরিষেবাগুলিকে নিয়মিত আপডেট (Update) করছে। সম্প্রতি অ্যাপল তাদের হেলথ অ্যাপের (Health App) জন্য একটি নতুন ফিচার (Apple Health Feature) তৈরি করছে। যা ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন (Health Aware) করবে। এই নতুন প্রকল্পটির নাম “প্রজেক্ট মালবেরি”, এটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: Ghibli Image: কী ভাবে তৈরি করবেন আপনি ! রইল পুরো পদ্ধতি

অ্যাপল হেলথ অ্যাপের (Apple Health App) এই নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) থাকবে যা ব্যবহারকারীদের স্বাস্থ্য ভালো রাখতে (Apple Health Feature) বিভিন্ন পরামর্শ দেবে। অ্যাপল এর আগে আইফোন (Iphone) এবং অ্যাপল ওয়াচের (Apple Watch) মাধ্যমে ব্যবহারকারীদের হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন পরিমাণ এবং ক্যালোরির (Calorie) মতো স্বাস্থ্যগত তথ্য ট্র্যাক (Track) করতে সাহায্য করেছিল। তবে নতুন আপডেটে অ্যাপল ওয়াচ এখন কেবল তথ্য সংগ্রহ করবে না বরং এই তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত পরামর্শও দেবে। অ্যাপলের নতুন এই সেবা AI এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং মডেল (LLM) ব্যবহার করে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য গভীরভাবে বিশ্লেষণ করবে। এটি ব্যবহারকারীর স্বাস্থ্য উন্নত করার জন্য উপযুক্ত পরামর্শ প্রদান করবে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, এই নতুন সেবাটির নাম হবে “হেলথ+”। এই সেবা ব্যবহারকারীদের মেডিক্যাল ডিভাইস থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা দেবে। আরও একটি নতুন ফিচার (Apple Health Feature) হিসেবে খাদ্য ট্র্যাকিংও (Food Tracking) এতে যোগ করা হতে পারে। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের খাদ্যাভ্যাস নিয়েও পরামর্শ পাবেন। এছাড়া, অ্যাপল (Apple) তাদের AI ফিচারটিকে আরও উন্নত করার জন্য স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও রেকর্ডিং ফিচারও (Video Recording Feature) সংযুক্ত করছে। এই নতুন আপডেটের (New Update) মাধ্যমে, অ্যাপল ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কিত আরও সঠিক ও উন্নত পরিষেবা প্রদান করতে সক্ষম হবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজতর ও স্বাস্থ্যকর করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অ্যাপলের (Apple) এই নতুন উদ্যোগ, প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হতে পারে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সাহায্যে ব্যবহারকারীদের স্বাস্থ্য সেবা আরো ব্যক্তিগত এবং প্রাসঙ্গিক হবে।