নিউজ পোল ব্যুরো: ভাবুন তো গুরুত্বপূর্ণ কোনো লেনদেনের জন্য আপনি ব্যাঙ্কে গেলেন, আর গিয়ে দেখলেন ব্যাঙ্কের দরজায় বড়সড় তালা ঝুলছে! কী বিরক্তিকর হবে তাই না? এমন পরিস্থিতি এড়াতে হলে এখনই ব্যাঙ্কিং পরিকল্পনা করে ফেলুন, কারণ ২০২৫-এ এপ্রিল মাসে ব্যাঙ্কের ছুটি (Bank Holidays) এত বেশি যে প্রায় অর্ধেক মাসই লেনদেনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন! এই মাসে মোট ১৬ দিনেরও বেশি সময় ব্যাঙ্ক পরিষেবা (Bank Services) বন্ধ থাকবে, যার মধ্যে রয়েছে জাতীয় ও আঞ্চলিক উৎসব, বিশেষ কিছু দিন আর রয়েছে সাপ্তাহিক ছুটি। তাই কোনো জরুরি ব্যাঙ্কিং কাজ (Bank Transactions) থাকলে এখনই পরিকল্পনা করে নিন।
আরও পড়ুন:- Kunal Kamra: দিতে হবে সশরীরে, কুণালকে তৃতীয় তলব মুম্বই পুলিশের
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India – RBI) প্রতি মাসের শুরুতে তার ওয়েবসাইটে (RBI Official Website) ছুটির তালিকা প্রকাশ করে। এবার এপ্রিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আসুন দেখে নেওয়া যাক কোন দিন ব্যাঙ্কে ছুটি (Bank Holidays) থাকবে—
৫ এপ্রিল – বাবু জগজীবন রাম জয়ন্তী (Babu Jagjivan Ram Jayanti) উপলক্ষে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০ এপ্রিল – মহাবীর জয়ন্তী (Mahavir Jayanti)। কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র ও তেলঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ এপ্রিল – আম্বেদকর জয়ন্তী (Ambedkar Jayanti)। এই দিন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ছত্তিশগড়, নয়াদিল্লি, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, মিজোরাম, মেঘালয় এবং হিমাচল প্রদেশের ব্যাঙ্ক শাখাগুলি বন্ধ থাকবে।
১৫ এপ্রিল – বিহু নববর্ষ (Bihu Festival)। অসম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৮ এপ্রিল – গুড ফ্রাইডে (Good Friday)। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
২১ এপ্রিল – গড়িয়া পুজো (Garia Puja)। শুধুমাত্র ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ এপ্রিল – পরশুরাম জয়ন্তী (Parshuram Jayanti)। হিমাচল প্রদেশের সমস্ত ব্যাঙ্ক এই দিনে বন্ধ থাকবে।
৩০ এপ্রিল – বাসব জয়ন্তী (Basava Jayanti)। কর্ণাটকের ব্যাঙ্ক শাখাগুলি এই দিন ছুটির তালিকায় থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/hVBITAB3UCc?si=HIb17fYg_OxKh22U
ব্যাঙ্ক বন্ধ থাকলেও চিন্তার কিছু নেই! আজকের দিনে UPI, নেট ব্যাঙ্কিং (Net Banking), মোবাইল ব্যাঙ্কিং (Mobile Banking) ব্যবহার করে ঘরে বসেই আপনার আর্থিক লেনদেন করতে পারবেন। এছাড়াও ATM থেকে নগদ টাকা তোলার সুযোগ তো থাকছেই! তাই ব্যাঙ্ক ছুটি থাকলেও আপনার লেনদেনে কোনো বাধা আসবে না। যেকোনো গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজের আগে অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ওয়েবসাইটে প্রকাশিত ছুটির তালিকা দেখে নিন। এক ক্লিকেই জেনে নিন এপ্রিল মাসের ব্যাঙ্ক ছুটির নির্ভরযোগ্য তালিকা এখানে https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx)।