নিউজ পোল ব্যুরো: জগদ্দল (Jagaddal Shootout) গুলি ও বোমাবাজির ঘটনায় কলকাতা হাইকোর্টের রায়ে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। ব্যারাকপুর (Barrackpore) এসিজেএম আদালতের বিচারক মণিকা চট্টোপাধ্যায় বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এতেই চাপ বেড়েছিল ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি সেই নির্দেশের বিরুদ্ধেই তিনি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন। বুধবার মৌখিক ভাবে আদালত নির্দেশ দিয়েছে এখনই গ্রেফতার করা যাবে না বিজেপি নেতাকে।
বুধবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা যাবে না অর্জুন সিং-কে। ব্যারাকপুর এসিজেএম আদালতের নির্দেশ নিয়ে অর্জুন যে আবেদন করেছিলেন সেই মামলার শুনানি হয় বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। সেখানেই ২৬ মার্চ গুলি-বোমাবাজির মামলায় আদালত অর্জুন সিং-কে রক্ষাকবচ দেয়। আদালয় আরও জানায় বুধবার শুনানির আগে পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না অর্জুনের বিরুদ্ধে । বিজেপি নেতা এই মামালা নিয়ে আদালতে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে বোমাবাজি হয়েছে, অথচ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ Salt Lake: ঘর ফাঁকা থাকলেই উধাও হচ্ছিল দামি জিনিসপত্র, গ্রেফতার মূল পান্ডা
প্রসঙ্গত, গত গত ২৬ মার্চ রাতে শ্রমিকদের মধ্যে গন্ডগোল হয়েছিল জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। সেই খবর পেতেই অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরেই অর্জুন সিং অভিযোগ করেন দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। অর্জুনের বাড়ির সামনে গুলি ও বোমাবাজির ঘটনায় জখম হন সাদ্দাম হোসেন নামে একজন। তৃণমূলের অভিযোগ করেছিল জখম কর্মী তাদের দলের লোক। এমনকি তৃণমূলের অভিযোগ ছিল তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন অর্জুনই । সেই ঘটনাতেই পরের দিনেই পুলিশ সমন পাঠায় অর্জুন সিং-কে (Arjun Singh)। অর্জুনের বিরুদ্ধে নোটিস জারি করে পুলিশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/live/hVBITAB3UCc?si=HIb17fYg_OxKh22U