Modi-Yunus: খুব শিগগিরই মোদী-ইউনূস বৈঠক, দাবি বাংলাদেশের, কী বলছে দিল্লি?

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: অবশেষে হতে চলেছে মোদী-ইউনূস (Modi-Yunus) দ্বিপাক্ষিক বৈঠক। এমনটাই দাবি করল বাংলাদেশ। বৃহস্পতিবার দুদিনের সফরে তাইল্যান্ডে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আবার একই সময়ে তাইল্যান্ডের (Thailand) রাজধানী ব্যাংককে উপস্থিত থাকবেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও (Muhammad Yunus)। সেখানেই উভয়ের মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছে ঢাকা।

আরও পড়ুনঃ Bangladesh : বাংলাদেশের শত্রুদের আশ্রয় দিচ্ছে ভারত, বিস্ফোরক অভিযোগ ইউনূস সরকারের

বুধবার থেকে বিমসটেক (BIMSTEC) সম্মেলন শুরু হচ্ছে তাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এই সম্মেলনে যোগ দিতেই ব্যাংককে পাড়ি দেবেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)। অন্যদিকে ইউনূসও থাকবেন একই সম্মেলনে। এই সন্মেলনের ফাঁকে মোদী-ইউনূস (Modi-Yunus) দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আশাবাদী ঢাকা। বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলার পাশাপাশি ইউনূস সরকারের রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টিটিভ খলিলুর রহমানও ঢাকায় এদিন একই আশা প্রকাশ করেছেন।

তবে মোদী-ইউনূস (Modi-Yunus) বৈঠক নিয়ে বাংলাদেশ যতই উৎসাহ দেখাক না কেন, নয়াদিল্লি এই বিষয়ে সম্পূর্ণ নীরব। বরং ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি সম্প্রতি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ব্যাংকক সফরে মোদী শুধুমাত্র তাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেইসঙ্গে এও জানা গিয়েছে যে বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদী এবং ইউনূসের বৈঠকের প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল বাংলাদেশের তরফে। কিন্তু সেই প্রস্তাবে এখনও সাড়া দেয়নি মোদী সরকার।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এদিকে মুখে যতই দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলা হোক না কেন, পদ্মাপারে ভারত-বিদ্বেষ অব্যাহত এখনও। মঙ্গলবার ঢাকার (Dhaka) তেজগাঁওয়ে একটি মানবাধিকার সংগঠন কর্তৃক আয়োজিত ঈদের (Eid 2025) অনুষ্ঠানে এসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মহম্মদ মাহফুজ বলেন, তিনি তীব্র আক্রমণের সুরে বলেন, “আওয়ামী লিগ বাংলাদেশের শত্রু। এছাড়া আর তাদের কোনও পরিচয় নেই। কিন্তু দুর্ভাগ্যবশতঃ ভারত এখনও শেখ হাসিনা আর তাঁর সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিয়ে চলেছে।” হাসিনার আমলে অনেককে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর।